
দীপাবলির আগেই রাজ্যের আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর এল। রাজ্য সরকার প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠিয়েছে, যা মূলত স্মার্টফোন কেনার জন্য দেওয়া হচ্ছে। এই উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফরের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজ্যে মোট ১ লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও ৭২ হাজার আশাকর্মী রয়েছেন। তারা প্রতিদিন এলাকার শিশু ও মাতৃকল্যাণের কাজে নিয়োজিত। রাজ্য সরকার তাদের কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার নিশ্চিত করেছে। ইতিমধ্যেই ব্যাঙ্কে টাকা পৌঁছে গেছে এবং কর্মীরা নিজের মতো করে নতুন স্মার্টফোন কিনতে পারবে।
এই টাকা বরাদ্দের ঘোষণা বাজেটে প্রথমে ফেব্রুয়ারি মাসে করা হয়েছিল। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, প্রায় ২০০ কোটি টাকা এই কাজে ব্যবহৃত হবে। এবার সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটল। মুখ্যমন্ত্রীর চিঠির মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে এই উদ্যোগ কর্মীদের নতুন উদ্দীপনা যোগ করবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে।
রাজ্যের আশাকর্মী ও অঙ্গনওয়াড়িদের জন্য এটি এক বিশেষ প্রাপ্তি। দীপাবলির উৎসবের সময় এই অর্থ তাদের হাতে আসায় আনন্দের ঢেউ বইছে। শুধু তাই নয়, এই পদক্ষেপ সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি ও জনকল্যাণে নিয়োজিত কর্মীদের গুরুত্ব প্রতিফলিত করছে। উৎসবের আগে এই অর্থের আগমন কর্মীদের জীবনে প্রয়োজনীয় প্রযুক্তি সুবিধা পৌঁছে দিচ্ছে এবং তাদের কাজে আরও প্রেরণা যোগ করছে।
রাজ্য সরকারের এই উদ্যোগ আশাকর্মী ও অঙ্গনওয়াড়িদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ সৃষ্টি করেছে। দীপাবলির আনন্দ আরও বাড়ছে, কারণ এবার হাতে টাকা ও নতুন স্মার্টফোনের সুবিধা একসাথে মিলল।
