
অযোধ্যা আজ ভগবান শ্রী রামের আবির্ভাবের পবিত্র স্মৃতি রোমন্থন করছে দীপাবলির দীপোৎসবে। রাম মন্দির ও ‘রাম কি পৌড়ি’র ঘাট জুড়ে জ্বলছে রেকর্ডসংখ্যক প্রদীপ। এই বছর অযোধ্যা তৈরি করছে এক ঐতিহাসিক মুহূর্ত—২৬ লক্ষেরও বেশি প্রদীপের আলোয় আলোকিত হচ্ছে সমগ্র শহর, যা বিশ্বের রেকর্ড বইয়ে নাম তুলতে চলেছে।
প্রদীপ জ্বালানোর এই বিশাল উদ্যোগে অংশ নিচ্ছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক। তাঁরা সকাল থেকেই সলতে বসানো ও তেল ঢালার কাজে ব্যস্ত। সন্ধ্যা নামতেই একযোগে জ্বলে উঠছে প্রদীপের সারি, যার আলোয় ঝলমল করছে সরযূ নদীর ঘাট ও রাম মন্দির চত্বর। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে হাজির হচ্ছেন হাজার হাজার ভক্ত ও পর্যটক।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি দলের উপস্থিতিতে চলছে রেকর্ডের প্রক্রিয়া। প্রতিটি প্রদীপের হিসাব রাখা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে, যাতে কোনও ত্রুটি না থাকে। পুরো এলাকা ভাগ করা হয়েছে একাধিক জোনে, প্রতিটি জোনে রয়েছে প্রশিক্ষিত স্টুয়ার্ড, যারা নজর রাখছেন প্রতিটি প্রদীপ সঠিকভাবে জ্বালানো হয়েছে কিনা।
গত বছর ২২ লক্ষ প্রদীপ জ্বালিয়ে রেকর্ড করেছিল অযোধ্যা। এবার সেই সংখ্যা ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার প্রস্তুতি নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে শুরু হয়েছে শহরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তার জোরদার ব্যবস্থা।
আলোকিত অযোধ্যা আজ শুধুমাত্র এক উৎসবের প্রতীক নয় এ এক আধ্যাত্মিক অনুভব, যা মিলে যায় ভক্তির সঙ্গে ঐক্যের বন্ধনে। দীপোৎসবের এই মহা আয়োজন প্রমাণ করছে, বিশ্বাস ও সংস্কৃতির মিলনেই গড়ে ওঠে সত্যিকারের আলো যা জ্বলে ওঠে প্রতিটি মানুষের মনে।
