
বিধাননগর পুলিশ মুর্শিদাবাদ থেকে দুইজনকে গ্রেফতার করেছে, যারা আইসিডিএসের সুপারভাইজারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চাকরিপ্রার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন। ধৃতদের নাম মুস্তাক আহমেদ মিলন এবং আব্দুস সাহিল মণ্ডল। পুলিশের অনুসন্ধান অনুযায়ী, তারা জাল নিয়োগপত্র ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিকে প্রতারণা করেছিলেন।
প্রতারণার শিকার ছিলেন নদিয়ার বাসিন্দা রিপন মণ্ডল। অভিযোগে বলা হয়েছে, তার স্ত্রী শবনম মুস্তারিকে আইসিডিএসের সুপারভাইজার পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় বিভিন্ন ইউপিআই আইডিতে মোট ১০,৩৪,৭০০ টাকা নেওয়া হয়। পরে রিপন জাল নিয়োগপত্র স্পিডপোস্ট ও ইমেলের মাধ্যমে পান, যা রাজারহাটে সুপারভাইজার পদে যোগদানের কথা বলছিল।
বিধাননগর উত্তর থানার পুলিশ অনুসন্ধান চালিয়ে দুইজনকে জলঙ্গি এলাকা থেকে গ্রেফতার করে। ধৃত মুস্তাক স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং এক সময় ব্লক তৃণমূলের সভাপতির দায়িত্বও পালন করেছেন, যদিও দল তা স্বীকার করেনি। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩১৯(২), ৩১৬(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৮ ও ৩৪০(২) ধারায় মামলা দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছেই এবং গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার মাধ্যমে চাকরি প্রতারণার নতুন কৌশল ও আইসিডিএস সম্পর্কিত দূর্নীতির তথ্য উঠে এসেছে। স্থানীয়দের মধ্যে এই ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ ঘটনার মাধ্যমে প্রমাণ হয় যে, সরকারি চাকরি বা নিয়োগের প্রলোভনে প্রতারণা ঘটানো এখনও একটি বড় সমস্যা। সাধারণ মানুষকে সচেতন হওয়া এবং যেকোনও অনিয়ম বা সন্দেহজনক প্রস্তাবের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
