
অস্ট্রেলিয়ায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের ব্যাটিং পুরোপুরি ভেঙে পড়ল। টপ অর্ডারের তিন তারকা—রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমন গিল কেউই রান তুলতে পারলেন না। ভারত প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করলেও ডাকওয়ার্থ-লুইস নিয়মে লক্ষ্য কমে দাঁড়ায় ১৩১। অস্ট্রেলিয়া নির্ধারিত ২১.১ ওভারে ৭ উইকেটে জয় অর্জন করে।
খেলা শুরুতেই ভারতীয় ওপেনাররা ব্যর্থ হন। রোহিত মাত্র ৮ রান করে এবং কোহলি শূন্য রানে আউট হন। শুভমন ও শ্রেয়স আয়ারও বড় স্কোর করতে পারলেন না। বৃষ্টির কারণে খেলা চারবার থেমে গিয়ে ম্যাচ ৫০ ওভার থেকে ২৬ ওভারে সংকুচিত হয়, যা ভারতীয় ব্যাটারদের ওপর চাপ বাড়িয়ে দেয়। শেষ দিকে অক্ষর পটেল ৩১ ও লোকেশ রাহুল ৩৮ রানের ইনিংস খেললেও তা দলের হার আটকাতে যথেষ্ট হয়নি।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে হেজলউড, ওয়েন ও কুহনেমান দুই করে উইকেট নেন, স্টার্ক ও এলিস একটি করে উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনার ট্রেভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ যথাযথভাবে দায়িত্ব পালন করেন। হেড শুরুটা ভালো করেন, তবে দ্রুত আউট হন। মার্শ ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এই হার দিয়ে ভারত সিরিজে পিছিয়ে যায় এবং আগামী ম্যাচে চাপের মধ্যে খেলতে হবে। ভারতীয় ব্যাটিং লাইনআপকে সিরিজের বাকি ম্যাচে আরও শক্তিশালী করতে ব্যর্থতা বিশ্লেষণ করা জরুরি। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা নির্ধারিত পরিবেশে চাপ সামলাতে এবং লক্ষ্য পূরণে দক্ষতার পরিচয় দিয়েছেন।
এতে স্পষ্ট যে ভারতের ব্যাটিংয়ে সময়মতো সমন্বয় ও আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। পরবর্তী ম্যাচে রোহিত-কোহলি-শুভমনকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে, নয়তো সিরিজে বড় ব্যবধান তৈরি হতে পারে।
