
অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে লড়াই করেও অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরে গেল ভারত। এর ফলে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারতে হল শুভমন গিলের দলকে। প্রথম ম্যাচের একপেশে পরাজয়ের পর অ্যাডিলেড ছিল টিম ইন্ডিয়ার বাঁচা-মরার লড়াই, কিন্তু আবারও ক্যাচ ফেলার রোগে ভুগল দল।
অস্ট্রেলিয়া ইনিংসের শুরুতেই সুযোগ এসেছিল ভারতের হাতে। চতুর্থ ওভারে ট্র্যাভিস হেডের সহজ ক্যাচ ফেলে দেন নীতীশ কুমার রেড্ডি। কিছুক্ষণ পরই ম্যাথু শর্টের ক্যাচ ছাড়েন অক্ষর পটেল, পরে আবার শর্টের আরেকটি ক্যাচ হাতছাড়া করেন মহম্মদ সিরাজ। ফলস্বরূপ শর্ট গড়ে তোলেন ৭৮ বলে ৭৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ভারত প্রথমে ব্যাট করে তোলে ২৬৪ রানে ৯ উইকেট। রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার ভালো শুরু দিলেও মাঝের দিকে নিয়মিত উইকেট পড়ায় বড় রান আসেনি। বল হাতে অর্শদীপ সিংহ, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর লড়াই দিলেও ক্যাচ ফেলার কারণে চাপ ধরে রাখা যায়নি।
অস্ট্রেলিয়ার পক্ষে কুপার কনোলি ৫৩ বলে ৬১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের রাস্তা দেখান। তরুণ এই ব্যাটার হয়ে গেলেন অজিদের ইতিহাসে সর্বকনিষ্ঠ ওয়ান ডে হাফসেঞ্চুরিয়ান। শেষদিকে মিচেল ওয়েনের ঝোড়ো ২৩ বলে ৩৬ রান ভারতীয় বোলারদের চাপে ফেলল সম্পূর্ণভাবে।
২২ বল বাকি থাকতেই ৮ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। প্রথম সিরিজেই অধিনায়ক হিসাবে পরাজয়ের তিক্ত স্বাদ পেলেন শুভমন গিল। পারথ ও অ্যাডিলেড মিলিয়ে ক্যাচ ফেলার জন্য ভারতের হার আরও একবার স্মরণ করিয়ে দিল ভালো ক্রিকেট খেলেও ছোট ভুলের মূল্য কতটা চড়া হতে পারে।
