
পাকিস্তান দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটে জর্জরিত। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে গেল টমেটোর দাম। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দেশটির বাজারে বর্তমানে প্রতি কিলো টমেটোর দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০০ থেকে ৭০০ টাকা, যা কয়েক সপ্তাহ আগেও ছিল মাত্র ১০০ টাকার আশেপাশে। এক ধাক্কায় দাম বেড়েছে প্রায় পাঁচগুণ।
দামের এই তীব্র বৃদ্ধির পেছনে সরবরাহ শৃঙ্খলের ভাঙন মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। সম্প্রতি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘাত এবং বন্যার ফলে খাদ্য সরবরাহে বিরাট ব্যাঘাত সৃষ্টি হয়েছে। সীমান্ত বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য স্থবির, যার প্রভাব সরাসরি সাধারণ মানুষ এবং বাজারে পড়েছে।
সবজির দামের ঊর্ধ্বগতি দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের জন্য চরম সমস্যা সৃষ্টি করছে। বিশেষ করে পঞ্জাবে টমেটোর দাম পৌঁছেছে ৭০০ টাকায়। দর বৃদ্ধি এবং টমেটোর অভাবে অনেক পরিবারকে টমেটো পেস্ট, দই বা শুকনো মশলা ব্যবহার করতে বাধ্য হতে হচ্ছে। বাজারে টমেটোর চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহের অভাবে এর উপস্থিতি কমে গেছে।
সরকার এবং স্থানীয় প্রশাসনের পর্যবেক্ষণ অনুযায়ী, এই দাম বৃদ্ধির প্রভাব শুধু খাদ্যসামগ্রীতে সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাতেও প্রভাব ফেলছে। খাবারের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর ব্যয় বহুগুণ বাড়ছে।
অর্থনৈতিক অস্থিরতা এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মিলিয়ে পাকিস্তানের বাজারে সবজির, বিশেষ করে টমেটোর দাম আকাশছোঁয়া হয়েছে। এমন পরিস্থিতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস করছে এবং দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলছে।
