নেলসনে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ রানে হারিয়ে নতুন বছর জয়ের মাধ্যমে শুরু করল শ্রীলঙ্কা। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে গেলেও শেষ ম্যাচে উত্তেজক পারফরম্যান্স দিয়ে ব্যবধান ২-১ করে সিংহলিরা। এই ম্যাচে নজরকাড়া সেঞ্চুরি করেন কুশল পেরেরা, যা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
নিউজিল্যান্ড দলনায়ক মিচেল স্যান্টনার টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানান। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ২১৮ রানের বিশাল স্কোর। কুশল পেরেরা মাত্র ৪৪ বলে ১৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি করেন। তার ৭৩ রানের ইনিংস দলের জয়ের ভিত গড়ে দেয়। চরিথ আসালঙ্কা ২৪ বলে ৪৬ রান করেন, যেখানে ছিল ১টি চার ও ৫টি ছক্কা। পাথুম নিশঙ্কা (১৪), কুশল মেন্ডিস (২২) এবং আবিষ্কা ফার্নান্ডো (১৭)ও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নিউজিল্যান্ডের পক্ষে একেকটি উইকেট নেন ম্যাট হেনরি, জেকব ডাফি, জ্যাকারি ফোকস, মিচেল স্যান্টনার ও ডারিল মিচেল। জবাবে নিউজিল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে ২১১ রান করে থেমে যায়। রাচিন রবীন্দ্র ৩৯ বলে ৬৯ রানের লড়াকু ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা। ডারিল মিচেল (১৭ বলে ৩৫) এবং টিম রবিনসন (২১ বলে ৩৭) লড়াই করলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি।
এই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কা নতুন বছর জয়ের আত্মবিশ্বাস নিয়ে শুরু করল।