
তামিল চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেতা কে শ্রীকান্ত ও কৃষ্ণ কুমারকে আগামী সপ্তাহে অর্থপাচার সংক্রান্ত তদন্তের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সমন করেছে। ইডি সূত্রে জানা গেছে, শ্রীকান্তকে ২৮ অক্টোবর এবং কৃষ্ণ কুমারকে ২৯ অক্টোবর চেন্নাই অঞ্চলের অফিসে হাজির হতে বলা হয়েছে।
এই তদন্ত শুরু হয়েছে চেন্নাই পুলিশের দায়েরকৃত কোকেন পাচারের মামলার ভিত্তিতে। গত জুনে ঘানা নাগরিক জনকে গ্রেফতার করা হয়, যিনি অভিযোগ অনুযায়ী কোকেন সরবরাহ করতেন। এরপর প্রাদীপ, জওহর ও প্রসান্থকে গ্রেফতার করা হয়। পুলিশের অনুসন্ধানে শ্রীকান্ত ও কৃষ্ণ কুমার তিনজন মাদক চোরাকারবারীর সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকার প্রমাণ মিলেছে। পরে তারা মাদ্রাজ হাইকোর্ট থেকে জামিন পান।
পুলিশ জানিয়েছে, শ্রীকান্তের রক্ত পরীক্ষায় মাদক ব্যবহার ধরা পড়েছিল। শ্রীকান্ত ২০০২ সালে ‘রোজা কুটম’ দিয়ে তামিল চলচ্চিত্রে অভিষেক করেন এবং পরবর্তী হিট ছবিগুলোতে অভিনয় করেন। ২০২৩ সালে তিনি তেলেগু ছবিতে ডেবিউ করেন।
এই ঘটনা তামিল চলচ্চিত্র জগতে উত্তেজনা সৃষ্টি করেছে। ইডি ও স্থানীয় পুলিশ তদন্তে তৎপর, অর্থপাচার, মাদক সংযোগ ও আর্থিক লেনদেন সম্পর্কিত প্রমাণ সংগ্রহের কাজ চলছে। প্রাদীপ, জওহর ও প্রসান্থ এখনও কারাগারে রয়েছেন।
এ ঘটনা টলিউডে নকল নথি ও মাদক সংযোগ নিয়ে নতুন করে আলোচনা তুঙ্গে তুলেছে। তদন্তের পরবর্তী পর্যায়ে শ্রীকান্ত ও কৃষ্ণ কুমারের জিজ্ঞাসাবাদে আরও তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে।
