
ত্রিপুরার বিলোনিয়া শহরে কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় যখন এক ওসি সাউন্ড বক্স বন্ধ করায় তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। ঘটনাটি ঘটে ওরিয়েন্টাল ক্লাবের শোভাযাত্রায়, যেখানে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। পুলিশের অনুরোধ উপেক্ষা করে পুজো উদ্যোক্তারা সাউন্ড বক্স বন্ধ না করায় ওসি নিজেই তা বন্ধ করতে যান। সেই মুহূর্তেই উত্তেজিত কয়েকজন উদ্যোক্তা তাঁকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে কিল, চড়, লাথি ও ঘুষি মারতে থাকে বলে অভিযোগ।
এই মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গেলে তাঁদের সঙ্গেও তর্কাতর্কি ও বচসায় জড়িয়ে পড়ে ক্লাবের কয়েকজন সদস্য। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাউন্ড বক্স ও গাড়ি বাজেয়াপ্ত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিসর্জনের সময় শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজট তৈরি হয়েছিল। পুলিশ কর্তারা শৃঙ্খলা বজায় রাখতে সাউন্ড বক্সের আওয়াজ কমানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু উদ্যোক্তারা তা না মানায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
অন্যদিকে, উদ্যোক্তাদের একাংশের দাবি ওসি নাকি তাঁদের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন এবং এক সঙ্গীতশিল্পীকে হেনস্থা করেন। তবে কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর এভাবে হামলার ঘটনায় স্থানীয় মানুষ ও প্রশাসন বিস্ময় প্রকাশ করেছে। ঘটনার ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনার পরও কাউকে গ্রেফতার করা হয়নি, তবে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বজায় রাখা ও ধর্মীয় উৎসবের সময় শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
