
সিডনিতে বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দুই ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ কোহলি। দুটি খেলাতেই শূন্য রানে আউট হয়ে ফিরতে হয় তাঁকে। তবে এ দিন শেষ ম্যাচে ফিল্ডার হিসেবে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক।
শনিবার সিডনিতে মোট দুটি ক্যাচ নিয়েছেন ৩৬ বছরের কোহলি। এর মধ্যে ম্যাথু শর্টের ক্যাচটি ছিল অবিশ্বাস্য। মাত্র ০.৬৭ সেকেন্ডে এই ক্যাচ নেন তিনি। এছাড়া হর্ষিত রানার বলে কুপার কনলির ক্যাচও ধরেন তিনি। এই দুই ক্যাচ নিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে একজন সাধারণ ফিল্ডার (উইকেটরক্ষক নয়) হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ড গড়ে ফেললেন তিনি।
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ৭৭ টি ক্যাচ নিয়েছেন বিরাট। তালিকায় এর পরেই রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। উইকেট কিপার নন এমন ফিল্ডার হিসেবে একটি নির্দিষ্ট প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ টি ক্যাচ নিয়েছিলেন তিনি। এ দিকে একা কোহলিই নন, ফিল্ডার হিসেবে এ দিন একটি মাইলফলক স্পর্শ করেছেন রোহিত শর্মাও।
একজন সাধারণ ফিল্ডার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এ দিন ১০০ টি ক্যাচ নেওয়ার নজির স্পর্শ করেছেন হিটম্যান। মোট দুটি ক্যাচ নিয়ে ষষ্ঠ ভারতীয় হিসেবে এই মাইলফলক ছুঁলেন তিনি। ভারতীয়দের মধ্যে একদিনের ক্রিকেটে সবথেকে বেশি ক্যাচ নেওয়ার নজিরটিও কিং কোহলির দখলে। ওয়ানডেতে তাঁর ক্যাচের সংখ্যা ১৬৪। এরপর যথাক্রমে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন (১৫৬), শচীন তেন্ডুলকর (১৪০), রাহুল দ্রাবিড় (১২৪) এবং সুরেশ রায়না (১০২)।
