
নদিয়া জেলার গেদে সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করা ৩১ জন বাংলাদেশী নাগরিককে শনিবার ফেরত পাঠাল বিএসএফ। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয়। ফেরত পাঠানোদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা, ২ জন বৃহন্নলা ও ৩ জন শিশু রয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, যশোর, সাতক্ষীরা, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলায়।
সূত্রের খবর, এই বাংলাদেশীরা দালালের মাধ্যমে কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। মুম্বইসহ বিভিন্ন শহরে শ্রমিক হিসেবে কাজ করার সময় পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে যায় তারা। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গেদে সীমান্ত দিয়ে তাদের বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ। বিজিবি জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের দর্শনা থানায় রাখা হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের পর নিজ নিজ জেলায় পাঠানো হবে। প্রশাসনিক মহল মনে করছে, এই পদক্ষেপ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতার উদাহরণ।
অন্যদিকে, একই দিনে মালদা জেলার সুস্থ্যানি মোড় এলাকা থেকে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেফতার করেছে দুই বাংলাদেশী যুবককে মোহাম্মদ রাসেল মিয়া (৩৩) ও মোহাম্মদ রিফাত (২১)। তারা বিএসএফের নজর এড়িয়ে সীমান্ত টপকে ভারতে ঢুকেছিল বলে অভিযোগ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা নারায়ণগঞ্জ ও রংপুর জেলার বাসিন্দা। কী উদ্দেশ্যে তারা ভারতে এসেছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে।
