
ফের রাজধানী দিল্লি কেঁপে উঠল নারীর উপর ভয়ঙ্কর অত্যাচারের ঘটনায়। রবিবার সকালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রী অ্যাসিড হামলার শিকার হন। ঘটনায় রীতিমতো গা-শিউরে উঠেছে শহর। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই তরুণী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীবাই কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বিশেষ ক্লাসের জন্য কলেজে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎই মোটরবাইকে করে তিন যুবক তাঁর পথরোধ করে। তাঁদের মধ্যে জিতেন্দ্র নামে এক যুবক ওই ছাত্রীর পরিচিত ছিল বলে জানা গেছে। তার সঙ্গেই ছিল দুই বন্ধু আরমান এবং ঈশান। আচমকা জিতেন্দ্র ছাত্রীর গায়ে অ্যাসিড ছুঁড়ে মারে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিনজনেই। মুহূর্তের মধ্যে চরম যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন ছাত্রীটি। স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে খবর, তরুণীর দুই হাত মারাত্মকভাবে পুড়ে গিয়েছে, মুখেও আঘাত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল রাখার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, জিতেন্দ্র দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীর পিছু নিত। কয়েকদিন আগে তাঁদের মধ্যে মনোমালিন্য ও বচসাও হয়। ধারণা করা হচ্ছে, সেই রাগ থেকেই প্রতিশোধ নিতে এই নৃশংস হামলা চালায় সে। ছাত্রীর পরিবারের তরফে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত তিন যুবক পলাতক, তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ।
নারী সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে রাজধানীতে। শহরের ব্যস্ত এলাকায় দিনের বেলায় এমন ভয়ঙ্কর অ্যাসিড হামলা ঘটায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের গাফিলতি নিয়েও উঠছে প্রশ্ন। দিল্লির বুকে ফের এক তরুণীর জীবন থেমে গেল এক বিকৃত মানসিকতার প্রতিশোধস্পৃহায় এমনটাই বলছেন স্থানীয়রা।
