
ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারকে আকস্মিকভাবে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বর্তমানে তিনি সিডনির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন। চিকিৎসক সূত্রে জানা গেছে, তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়েছে, যার ফলে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়া সফরের মাঝেই। সূত্র অনুযায়ী, শ্রেয়স আইয়ার গত কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। শুরুতে এটিকে সাধারণ ক্লান্তি মনে করা হলেও পরবর্তী পর্যবেক্ষণে চিকিৎসকরা শরীরে অস্বাভাবিক রক্তক্ষরণের লক্ষণ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষার পর জানা যায়, অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে।
দলের চিকিৎসক ও ফিজিও টিম বর্তমানে সিডনিতেই রয়েছেন এবং নিয়মিতভাবে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। আপাতত তাঁর অবস্থাকে স্থিতিশীল বলা হলেও, চিকিৎসকরা আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
এই পরিস্থিতিতে ভারতের টিম ম্যানেজমেন্টও উদ্বেগে রয়েছে। টেস্ট সিরিজের প্রস্তুতির মধ্যেই সহ-অধিনায়কের এমন অসুস্থতা দলের মনোবলে প্রভাব ফেলেছে। জানা গেছে, বিসিসিআই কর্তৃপক্ষ তাঁর চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছে এবং স্থানীয় হাসপাতালের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে।
শ্রেয়স আইয়ার দীর্ঘদিন ধরেই ভারতের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা। তাঁর অনুপস্থিতিতে টেস্ট দলের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। আপাতত তাঁকে বিশ্রামে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণের উৎস ও কারণ নির্ধারণের জন্য আরও কিছু পরীক্ষা করা হবে।
দেশজুড়ে ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা করছেন, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুন শ্রেয়স আইয়ার।
