
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের সিরিজে ৩ ম্যাচে ২০২ রান করেছেন রোহিত। সেই সুবাদে সিরিজের সেরাও নির্বাচিত হয়েছেন। তবে সেই পুরস্কারের পাশাপাশি আরও একটি বিশেষ পুরস্কার জিতে নিয়েছেন হিটম্যান। তাঁকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার অব দ্যা সিরিজ’ -এর পুরস্কার দেওয়া হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে।
নেতৃত্বের ব্যাটন হারানোর পর পার্থে ৩ ম্যাচের সিরিজে শুরুটা একেবারেই ভাল হয়নি রোহিতের। মাত্র ৮ রানে আউট হন। এরপর খুব স্বাভাবিকভাবেই তাঁর অবসর নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় দিকে দিকে। মনে করা হচ্ছিল, সিডনিতে সিরিজের শেষ ম্যাচেই হয়ত নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে চলেছেন তিনি। এই পরিস্থিতিতে শেষ দুই ম্যাচে ৭৩ এবং অপরাজিত ১২১ রানের ইনিংস খেলে একেবারে ফিনিক্স পাখির মতোই ফিরে এসেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।
ফলে পারিপার্শ্বিক দৃশ্যপটটিও বদলে গিয়েছে আমূল। রোহিতের ‘ইমপ্যাক্ট প্লেয়ার অব দ্যা সিরিজ’ -এর পুরস্কার জেতা প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু বলেন, “এই ‘ইমপ্যাক্ট প্লেয়ার অফ দ্য সিরিজ’ পুরস্কারটি বিশেষ কাউকে দেওয়াটা সত্যিই সম্মানের। আমার মনে হয়, আমরা সকলেই এ বিষয়ে একমত যে রোহিত একজন নেতা। তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়।”
হিটম্যানের প্রশংসায় পঞ্চমুখ গুরু গম্ভীরও। পাশাপাশি তিনি অধিনায়ক শুভমান গিল এবং বিরাট কোহলিকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। গম্ভীরের কথায়, “আমার মতে, ব্যাট হাতে শুভমান এবং রোহিতের জুটিটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আমরা কোনও উইকেট না হারিয়ে ৬০ রান করেছিলাম। আর তার পর রোহিত এবং বিরাটের জুটিটাও অসাধারণ ছিল। খুবই ক্লিনিক্যাল।” এরই সঙ্গে রোহিতকে উদ্দেশ্য করে টিম ইন্ডিয়ার হেড কোচ বলেন, “আরও একটি শতরান। অসাধারণ! সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তুমি এটা (ম্যাচ) শেষ করেছ, আর বিরাট-ও।”
সব মিলিয়ে রোহিতের আগামী ২০২৭ বিশ্বকাপ খেলার স্বপ্ন এখন আর মোটেই অযৌক্তিক মনে হচ্ছে না। এ প্রসঙ্গে দেশের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত সরাসরিই রোহিতের বয়স নিয়ে মাথা না ঘামানোর বার্তা দিয়েছেন অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটিকে। অস্ট্রেলিয়া সফরের আগে নিজের ১১ কেজি ওজন ঝরিয়েছিলেন হিটম্যান। নির্বাচকদের সে কথা মনে করিয়ে দিয়ে বিশ্বকাপের দলে রোহিতের জায়গা এখন থেকেই রিজার্ভ করার পরামর্শ দিয়েছেন শ্রীকান্ত।
