
আইসিইউ থেকে বেরোলেও এখনও বেশ কিছুদিন হাসপাতালেই থাকতে হবে শ্রেয়স আইয়ারকে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ক্যাচ নিতে গিয়ে বাঁদিকের পাঁজরে চোট পান ভারতীয় ওয়ানডে দলের সহ অধিনায়ক। রিপোর্টে জানা গিয়েছে, আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে তাঁর। একাধিক স্ক্যান রিপোর্টে তাঁর প্লীহায় একটি ক্ষত ধরা পড়েছে। যার জেরে মৃত্যু পর্যন্ত হতে পারত বলে দাবি করা হয়েছিল একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্টে। তবে এ বার আইয়ারকে নিয়ে একটি আশাব্যঞ্জক খবর শোনালেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক সূর্য কুমার যাদব। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রেয়সের বর্তমান শারীরিক অবস্থার আপডেট দিলেন তিনি।
শনিবার সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে বুকের বাঁদিকের পাঁজরে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। চোট এতটাই গুরুতর ছিল যে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করতে হয়। পরে রিপোর্টে জানা গিয়েছিল, পাঁজরের হাড় ফেটে আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে আইয়ারের। পাশাপাশি প্লীহায় একটি ক্ষতও ধরা পড়ে। তবে এ দিন সতীর্থ সূর্য কুমার যাদব জানিয়েছেন, আইয়ার তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। যা নিঃসন্দেহে একটি ভাল লক্ষণ।
৫ ম্যাচের সিরিজ খেলতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় টি-২০ দল। বুধবার ক্যানবেরায় সিরিজের প্রথম ম্যাচ। তার আগে এ দিন সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে অধিনায়ক সূর্য বলেন, “প্রথম যেদিন আমি জানতে পারি যে, সে (শ্রেয়স) আহত, আমি তাকে ফোন করেছিলাম। তারপর আমি জানতে পারি, ফোনটা তার কাছে নেই। তাই আমি ফিজিও কমলেশ জৈনকে ফোন করেছিলাম। তবে গত দু’দিন ধরে আমি তার সঙ্গে কথা বলেছি। সে উত্তর দিচ্ছে। যদি সে ফোনে উত্তর দিতে সক্ষম হয়, তার মানে হল সে বর্তমানে স্থিতিশীল। যা ভাল লক্ষণ। ডাক্তাররা ইতিমধ্যেই সেখানে রয়েছেন। তাঁরা তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখবেন। তবে সে উত্তর দিচ্ছে এবং সবার সঙ্গেই কথা বলছে, যেটা নিঃসন্দেহে ভাল।”
শ্রেয়সকে যে আইসিইউ থেকে বের করা হয়েছে তা জানা গিয়েছিল সোমবারই। একটি নামী ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে এই খবর সামনে আনা হয়। যদিও প্রতিবেদনটিতে এও বলা হয় যে, শ্রেয়সের অবস্থা এখন স্থিতিশীল হলেও তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই চিকিৎসকরা বিপদমুক্ত ঘোষণা করলেও এখনও বেশ কিছুদিন আইয়ারকে হাসপাতালেই থাকতে হবে। এ দিকে বোর্ড সূত্রে খবর, টিম ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাওয়া চিকিৎসক ডঃ রিজওয়ান খান আইয়ারের দৈনন্দিন সুস্থতা পর্যবেক্ষণ করার জন্য সিডনিতে তাঁর সঙ্গেই থাকবেন। সেইসঙ্গে ভারতীয় সহ অধিনায়কের পরিবারকেও মুম্বই থেকে অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
