
বাংলা সিনেমার পর এবার আন্তর্জাতিক মঞ্চে পা রাখছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। রহস্য, ইতিহাস ও বুদ্ধির সুনিপুণ মিশ্রণে বারবার দর্শককে চমকে দেওয়া এই নির্মাতা এবার তৈরি করতে চলেছেন ইংরেজি ভাষায় একটি নতুন ছবি Elementary, My Dear Holmes। ব্রিটিশ–ভারতীয় যৌথ প্রযোজনার এই ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছেন শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল।
ছবির শুটিং শুরু হবে ২০২৭ সালে। এতে দেখা যাবে লেখক, চিকিৎসক ও মানবতাবাদী হিসেবে ডয়েলের বহুমুখী জীবনযাত্রা। পাশাপাশি থাকবে তাঁর কালজয়ী চরিত্র শার্লক হোমসের প্রভাব যে বুদ্ধি, ন্যায়বিচার ও সত্যের অনুসন্ধানের প্রতীক হয়ে উঠেছিল সাহিত্য ও সংস্কৃতির জগতে। বাস্তব ও কল্পনার এই মেলবন্ধনে সৃজিত তুলে ধরবেন এক অনন্য গল্প, যেখানে ডয়েল আর তাঁর সৃষ্ট চরিত্র একসঙ্গে চলবে সময়ের স্রোতে।
ছবিটির প্রযোজনায় সৃজিতের সংস্থা ম্যাচকাট প্রোডাকশনস–এর সঙ্গে যুক্ত হয়েছে শাহনাব আলমের ব্রিটিশ সংস্থা ইনভিজিবল থ্রেড। ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের (BFI) শীর্ষ কর্তারা এবং ব্রিটিশ কাউন্সিলের চলচ্চিত্র বিভাগের প্রতিনিধিরা। আন্তর্জাতিক এই সহযোগিতা বাংলা সিনেমার জন্যও এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এই ছবির মাধ্যমে সৃজিত যেন ফিরে যাচ্ছেন তাঁর শৈশবের অনুপ্রেরণায় সেই সময়, যখন ঘরের কোণে বসে হাতে থাকত শার্লক হোমসের বই আর কল্পনার জগৎ। এবার সেই স্বপ্নই পর্দায় রূপ নিচ্ছে আন্তর্জাতিক মাপে। Elementary, My Dear Holmes শুধু ডয়েলের জীবনী নয়, এটি সময়, সাহিত্য ও মানবিকতার এক নতুন সংলাপ যেখানে রহস্য আর বাস্তব মিলেমিশে জন্ম নেবে এক জাদুকরী গল্পের জগত।
