
আমেরিকায় কর্মরত অভিবাসী কর্মীদের জন্য বড় ধাক্কা আনল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, আর স্বয়ংক্রিয়ভাবে নবীকরণ হবে না বিদেশি কর্মীদের ‘ওয়ার্ক পারমিট’ বা ইএডি (Employment Authorization Document)। অর্থাৎ, কাজের অনুমোদনের মেয়াদ শেষ হলে অভিবাসীদের নতুন করে আবেদন করতেই হবে, স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি আর কার্যকর নয়।
৩০ অক্টোবর ২০২৫ থেকে এই নিয়ম চালু হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য দেশের নিরাপত্তা জোরদার করা এবং বিদেশি কর্মীদের বিস্তারিত যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া কঠোর করা। তবে বিশেষজ্ঞদের মতে, নতুন বিধি বিপাকে ফেলবে হাজার হাজার বিদেশি কর্মীকে—বিশেষত ভারতীয়দের।
আগে বাইডেন সরকারের সময়ে কর্মীরা সময়মতো নবীকরণের আবেদন করলেই স্বয়ংক্রিয়ভাবে তাদের পারমিটের মেয়াদ কিছুদিন বাড়ানো হতো। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই সুযোগ তুলে দিয়েছে। ফলে নথি যাচাইয়ে দেরি হলে কর্মীদের চাকরি বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির পরামর্শ, মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৮০ দিন আগে আবেদন করা উচিত, যাতে প্রশাসনের হাতে যথেষ্ট সময় থাকে যাচাইয়ের জন্য। পাশাপাশি, অভিবাসীদের সামাজিক মাধ্যম এবং অপরাধ সংক্রান্ত তথ্যও এখন কড়া নজরদারিতে থাকবে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ আমেরিকার অভিবাসন নীতিকে আরও কঠোর করে তুলল এবং বিদেশি কর্মীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগের নতুন অধ্যায় শুরু করল।
