
আবারও রাজ্যের সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে ডিউটিতে থাকা এক মহিলা ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে মদ্যপ অবস্থায় এক রোগীর অশ্লীল আচরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতের এই ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ এক অসুস্থ মদ্যপ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসকের অভিযোগ, রোগী শুরু থেকেই অসভ্য আচরণ করেন, অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন। ভয় দেখানোরও চেষ্টা করেন তিনি। পরিস্থিতি সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে ওই ইন্টার্ন বাইরে বেরিয়ে আসেন। উপস্থিত পুলিশ কর্মীদের সাহায্য চাইলেও সাড়া না মেলায় ক্ষোভ ছড়ায় অন্যান্য ইন্টার্ন ও চিকিৎসকদের মধ্যে।
রাতেই বিক্ষোভ শুরু হয় হাসপাতালে। বুধবার সকালে পড়ুয়ারা অধ্যক্ষের দফতর ঘেরাও করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতের পর থেকে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েনের সিদ্ধান্ত নেয়।
এর আগে এসএসকেএম হাসপাতালে এক নাবালিকা নির্যাতনের ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় হয়েছিল। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে সরকারি হাসপাতালগুলিতে কঠোর নিরাপত্তা নির্দেশ জারি হয়। তবুও আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে।
ডাক্তারি পড়ুয়ারা জানিয়েছেন, দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলন আরও তীব্র হবে। হাসপাতালের ভিতরে ও বাইরে মহিলা চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী পুলিশ মোতায়েনের দাবি উঠেছে। পরপর ঘটনায় সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে উঠছে বড় প্রশ্ন।
কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের স্বাস্থ্য দফতরও পুরো ঘটনার রিপোর্ট তলব করেছে।
