
আরজি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় ‘তিলোত্তমা’ নামে একটি ছবি তৈরি করার পরিকল্পনা করেছেন, যা সেই দুঃখজনক ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হবে। কিন্তু মৃতা চিকিৎসক অভয়ার পরিবার জানিয়েছে, তারা এই চলচ্চিত্রের সঙ্গে কোনোভাবেই যুক্ত হতে চান না। তাঁদের অভিযোগ, এই ছবি তাঁদের মামলার সাহায্য করবে না এবং শুধুমাত্র পরিচালকের স্বার্থেই এটি তৈরি করা হচ্ছে।
পরিবারের আপত্তির পর বিষয়টি পৌঁছে গেছে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ প্রসার ভারতীর কাছে। সংস্থার প্রধান কার্যনির্বাহী আধিকারিক জানিয়েছেন, ছবিটি সম্প্রচারের প্রস্তাব এখনো বিবেচনাধীন।
ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়। তাঁর ছবির গল্পে মৃতার মায়ের দৃষ্টিকোণ থেকে পুরো ঘটনার আবহ ফুটিয়ে তোলা হবে। মূল চরিত্রে থাকছেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। পরিচালক জানিয়েছেন, পরিবারের কাছ থেকে অনুমতি না পেলেও অন্য নামে সিনেমাটি তৈরি করবেন তিনি।
রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে যে, পশ্চিমবঙ্গ বিজেপির কয়েকজন নেতা এই ছবির সঙ্গে যুক্ত। যদিও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, দলের এর সঙ্গে কোনও সম্পর্ক নেই। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, মৃতার বাবা-মায়ের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে এবং তাঁদের সম্মতি ছাড়া ছবিটি এগোনো হবে না।
জানা গেছে, ছবির শুটিং শুরু হবে ডিসেম্বর মাসে, শেষ হবে জানুয়ারিতে এবং মার্চে মুক্তির পরিকল্পনা রয়েছে। একই সময় রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় এই সিনেমাকে ঘিরে রাজনৈতিক পারদ আরও চড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
