
শিলিগুড়িতে ফাঁস হল জাল সরকারি শংসাপত্র তৈরির বড় চক্র। টাকা দিলেই মিলত জন্ম বা মৃত্যু শংসাপত্র, এমনকি আধার ও প্যান কার্ডের নকল কপিও। দীর্ঘদিন ধরে সরকারি নথির জাল কপি তৈরি করে বাজারে চালাচ্ছিল এই চক্র। অবশেষে পুলিশের গোপন অভিযানে ধরা পড়ল মূল পান্ডা লালন কুমার ওঝা, যার বাড়ি বাগডোগরার পুটিমারীতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগ উঠতেই তদন্ত শুরু করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। দুই অভিযুক্তকে গ্রেফতার করে জেরা করতেই উঠে আসে লালনের নাম। এরপর ফাঁদ পেতে গ্রাহক সেজে গোয়েন্দারা লালনের সঙ্গে যোগাযোগ করেন। ‘অর্ডার’ নেওয়ার সময়ই হাতেনাতে ধরা পড়ে সে।
তল্লাশিতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভুয়ো সরকারি নথি— জন্ম ও মৃত্যু শংসাপত্র, আধার, প্যান কার্ডের নকল কপি, এমনকি জাল নথি তৈরির সরঞ্জামও। পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই মোটা অঙ্কের বিনিময়ে এই চক্র কাজ চালাচ্ছিল। লালনের সঙ্গে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের একাংশ জানিয়েছে, এটি একটি সংগঠিত নেটওয়ার্ক, যা সরকারি শংসাপত্রকে হাতিয়ার করে প্রতারণার জাল বিস্তার করেছিল। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হবে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই নথি কোথায় কোথায় ব্যবহার হয়েছে এবং কারা এর মাধ্যমে সুবিধা পেয়েছে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি ও আশপাশের এলাকায়। প্রশাসন মনে করছে, জাল শংসাপত্র চক্রের বিরুদ্ধে এই অভিযান বড় পদক্ষেপ, যা ভবিষ্যতে সরকারি নথি জালিয়াতি রুখতে সাহায্য করবে।
