
রাজ্যের উচ্চমাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামীকাল, শুক্রবার ৩১ অক্টোবর। মাত্র ৩৯ দিনের মধ্যেই ফল প্রকাশ করছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এরপর দুপুর ২টো থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল অনলাইনে দেখতে এবং ডাউনলোড করতে পারবে।
ফলাফল দেখা যাবে সরকারি ওয়েবসাইট https://result.wb.gov.in থেকে। পরীক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করতে হবে। সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষকরা ফলাফল ডাউনলোড করে স্ট্যাম্প ও স্বাক্ষরসহ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন।
সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা পিডিএফ ফরম্যাটে বিষয়ভিত্তিক নম্বর, মোট নম্বর, শতাংশ এবং পার্সেন্টাইল দেখতে পারবে। পাশাপাশি উত্তীর্ণ বা অনুত্তীর্ণের উল্লেখও থাকবে। তবে এই পর্যায়ে কোনও পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ করা হবে না। শুধুমাত্র সম্ভাব্য প্রথম দশজনের নাম ফলপ্রকাশের দিন জানানো হবে। পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশিত হবে দ্বিতীয় পর্বের ফল ঘোষণার সময়, তখনই মার্কশিটের হার্ডকপিও পাওয়া যাবে।
এই বছর থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষা সেমেস্টার পদ্ধতিতে নেওয়া হয়েছে। নতুন নিয়মে পরীক্ষায় অংশ নিয়েছে মোট ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী। সংসদ সূত্রে জানা গেছে, ফল প্রকাশের দিন থেকেই ওয়েবসাইটে সার্ভার শক্তিশালী রাখা হবে যাতে সহজে সবাই ফল দেখতে পারে।
নতুন পদ্ধতিতে এই প্রথমবার ফল প্রকাশ নিয়ে উৎসাহ ও উদ্বেগ দুই-ই দেখা যাচ্ছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। কালকের দিনেই জানা যাবে নতুন সেমেস্টার ব্যবস্থায় কারা এগিয়ে থাকল রাজ্যের প্রথম পর্বের মেধার তালিকায়।
