
কলকাতার একবালপুর থানায় এক নজিরবিহীন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। লকআপে আটক এক যুবক হঠাৎই নিজের জামাকাপড় খুলে নগ্ন অবস্থায় গান গেয়ে নাচতে শুরু করেন। উপস্থিত পুলিশ কর্মীরা প্রথমে হতভম্ব হয়ে পড়েন, পরে পরিস্থিতি সামলাতে গিয়ে বেশ বেগ পেতে হয় তাঁদের। জানা গেছে, অভিযুক্তের নাম মহম্মদ শাহবাজ, বয়স ২৪ বছর। স্থানীয়দের কাছে তিনি ‘পাগলা শাহবাজ’ নামে পরিচিত। আগ্নেয়াস্ত্র চোরাচালানের অভিযোগে কয়েকদিন আগেই তাঁকে গ্রেফতার করে লকআপে রাখা হয়েছিল।
বুধবার রাতে হঠাৎই তাঁর অদ্ভুত আচরণ শুরু হয়। পুলিশ কর্মীরা তাঁকে থামানোর চেষ্টা করলে তিনি উল্টো তাঁদের হুমকি দেন বলে অভিযোগ। সেই সময় থানায় মহিলা পুলিশকর্মীরাও উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের যথেষ্ট সময় লাগে। পরে বহু চেষ্টায় তাঁকে শান্ত করা সম্ভব হয়।
ঘটনার পরই থানার তরফে পৃথক অভিযোগ নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, শাহবাজ মানসিক ভারসাম্য হারিয়েছিলেন বা মাদকাসক্ত অবস্থায় ছিলেন। তবে বিষয়টি নিশ্চিত করতে তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানা গেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ধরনের আচরণ আগে কখনও দেখা যায়নি এবং কারণ জানতে বিস্তারিত অনুসন্ধান চলছে।
ঘটনায় থানার নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে। পুলিশ সূত্রে খবর, শাহবাজের অতীত অপরাধের নথিও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মানসিক অবস্থা ও আচরণের পেছনে কোনও উদ্দেশ্য বা ষড়যন্ত্র আছে কি না, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। ঘটনাটি সামনে আসতেই স্থানীয় মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কলকাতার পুলিশ কমিশনারের দফতর থেকেও রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা গেছে।
