
দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতে ফের প্রকাশ্যে এল তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। বৃহস্পতিবার সকালে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থিত উপপ্রধান গিয়াস উদ্দিন লস্কর ও কয়েকজন সদস্য। তাঁদের অভিযোগ, পঞ্চায়েতের প্রধান মানসী রায় বিভিন্ন প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত।
গত পঞ্চায়েত নির্বাচনে মানসী রায় তৃণমূলের সমর্থন নিয়ে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হন এবং পরে প্রধানের পদে আসীন হন। শুরুতে সব কিছু স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে প্রধান ও উপপ্রধানের মধ্যে দ্বন্দ্ব তীব্র হতে থাকে। পঞ্চায়েতের নানা আর্থিক অনিয়ম, তহবিল ব্যবহারে অস্বচ্ছতা ও প্রকল্প বাস্তবায়নে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে প্রধানের বিরুদ্ধে। এই নিয়ে বহুবার আলোচনা হলেও সমাধান না মেলায় অবশেষে বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ সদস্যরা অফিসে তালা মেরে প্রতিবাদ জানান।
উপপ্রধান গিয়াস উদ্দিন লস্কর বলেন, পঞ্চায়েতের কাজের স্বচ্ছতা রক্ষার স্বার্থে তাঁরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। তাঁর দাবি, প্রধান নিজের সুবিধামতো সিদ্ধান্ত নিচ্ছেন এবং সদস্যদের মতামত উপেক্ষা করছেন। যদিও প্রধান মানসী রায়ের ঘনিষ্ঠ মহল এই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের বক্তব্য, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং স্থানীয় ক্ষমতার লড়াইয়ের ফল।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন তৎপর হয়। মগরাহাটের বিডিও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে। প্রশাসনের উদ্দেশ্য, পঞ্চায়েত অফিস দ্রুত খুলে কার্যক্রম স্বাভাবিক করা এবং বিরোধ মেটাতে উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সমাধান চেয়ে দাবি তুলেছেন যাতে সরকারি কাজ ব্যাহত না হয় এবং সাধারণ মানুষ সমস্যায় না পড়েন।
