
মুম্বইয়ের পওয়াইয়ের RA স্টুডিওতে দুপুরে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। একটি ওয়েব সিরিজের অডিশন চলাকালীন হঠাৎই এক ব্যক্তি স্টুডিওয় ঢুকে পড়ে এবং উপস্থিত বহু শিশুকে পণবন্দি করে ফেলে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো স্টুডিও জুড়ে। মোট ১৭ জন শিশু এবং দুজন অভিভাবককে আটক করে রাখে অভিযুক্ত। প্রথমে কেউ কিছু বুঝে উঠতে পারেনি, কিন্তু শিশুরা কাচের ভিতর থেকে অদ্ভুত ইশারা করতে শুরু করতেই সন্দেহ দানা বাঁধে।
কিছুক্ষণ পরেই জানা যায়, রোহিত নামে এক ব্যক্তি শিশুদের বন্দি করেছে। সে সাংবাদিকদের ফোনে ভিডিও পাঠিয়ে জানায় নিজের দাবি ও মানসিক অস্থিরতার কথা। পুলিশের সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি আত্মহত্যার পরিকল্পনা করেছিল, পরে মত পরিবর্তন করে শিশুদের জিম্মি করে রাখে। এমনকি হুমকি দেয়, যদি পুলিশ জোর করে ভিতরে ঢোকে, তবে আগুন লাগিয়ে দেবে পুরো স্টুডিওতে। ফলে শিশুদের প্রাণ সংশয়ের আশঙ্কা তৈরি হয়।
দীর্ঘ দুই ঘণ্টার টানাপোড়েনের পর মুম্বই পুলিশ বিশেষ বাহিনী নিয়ে অভিযান চালায়। নির্ভুল পরিকল্পনায় অভিযান শেষে উদ্ধার করা হয় সব শিশু ও উপস্থিত অভিভাবকদের। অভিযুক্ত রোহিতকে এনকাউন্টারে গুলি করে নতজানু করে পুলিশ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তের মানসিক ভারসাম্য বিঘ্নিত ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপাতত উদ্ধার হওয়া শিশুদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মুম্বইবাসী এই দুঃসাহসিক ঘটনার সাক্ষী হয়ে স্তম্ভিত, আর পুলিশের তৎপরতায় বাঁচল ১৭টি নিষ্পাপ প্রাণ।
