
এক নজিরবিহীন চুরি মামলায় রূপা দত্ত নামে টেলিভিশন অভিনেত্রীর নাম উঠে এসেছে। কলকাতার পোস্তা থানার আদি বাঁশতলা লেনে ১৫ অক্টোবর এক মহিলার ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনায় তদন্তে নামেন পুলিশ। CCTV ফুটেজ খতিয়ে দেখে রূপার নাম সন্দেহভাজন হিসেবে浮ে ওঠে। অভিযানে তার বাড়ি থেকে প্রায় ৬২.৯৫ গ্রামের সোনার গহনা উদ্ধার করা হয়।
প্রাথমিকত অভিযোগে বলা হয়েছে প্রায় ২০ গ্রাম ওজনের একটি মঙ্গলসূত্র, ২১ গ্রাম ওজনের একটি চেন, দু’টি সোনার বালা এবং নগদ ৪ হাজার টাকা ওই মহিলার ব্যাগ থেকে চুরি হয়েছিল। এরপর তদন্তে রূপার বাড়ি তল্লাশি করে পুলিশ।
তদন্তকারী সূত্রে জানা গেছে, রূপা দত্ত প্রথম থেকেই পরিচিত মুখ। হিন্দি ধারাবাহিক ‘জয় মা বৈষ্ণোদেবী’-তে অভিনয়ের পাশাপাশি বাংলা সিনেমাতেও তিনি কাজ করেছেন। তবে এই চুরি তার প্রথম সমস্যার মুখোমুখি নয় ২০২২ সালে বইমেলায় পকেটমারির সময় ধরা পড়েছিলেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এক প্রসঙ্গে আলোচনায় আসা ঘটনার সঙ্গে তাঁর নাম সংশ্লিষ্ট ছিল।
এই মুহূর্তে পুলিশের গোয়েন্দা শাখা উদ্ধৃত গহনার খতিয়ান, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও ফরেনসিক রিপোর্ট নিয়ে তদন্ত চালাচ্ছে। আর তদন্তের অগ্রগতিতে আগামী দিনে আদালতের নিয়ন্ত্রণে তবে পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া জরুরি বলে মনে করা হচ্ছে।
