সিডনি টেস্টে ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা খেলবেন না, এমনই জানাচ্ছে একটি সংবাদপত্রের রিপোর্ট। শেষ ১৫ ইনিংসে তাঁর ব্যাটিং গড় মাত্র ১০, রান ২০০ পার করতে পারেননি। এমন পারফরম্যান্স নিয়ে হতাশ রোহিত শর্মা এই টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সিডনিতে নামবেন জসপ্রীত বুমরাহ, যিনি পার্থ টেস্টে দলের কামব্যাকের অন্যতম নায়ক ছিলেন। রোহিত শর্মা দলের ম্যানেজমেন্টকে জানিয়ে দেন যে, তিনি সিডনি টেস্টে খেলতে চান না। এর ফলে দল এবং টিম ম্যানেজমেন্টের জন্য নতুন এক জটিলতা তৈরি হয়, কারণ লোকেশ রাহুলের ব্যাটিং অর্ডার পরিবর্তন এবং শুভমান গিলকে বসিয়ে রাখা হতে পারত।
সূত্রের খবর অনুযায়ী, রোহিত শর্মা সিডনি টেস্টের আগে জাতীয় নির্বাচক অজিত আগরকর এবং গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেন। এরপর গম্ভীর সাংবাদিক সম্মেলনে এসে বলেন, রোহিতের খেলতে না চাওয়ার বিষয়টি মেনে নেওয়া হয়েছে, কিন্তু তিনি না খেললে রাহুল ওপেনিংয়ে ফিরবেন এবং গিল তিনে আসবেন।
অনুশীলন সেশনে রোহিত শর্মা মানসিকভাবে প্রস্তুত না থাকায় তিনি দল থেকে অনেকটা আলাদা হয়ে ছিলেন। স্লিপে ফিল্ডিংও করেননি, যা থেকে ধারণা করা যায় যে, তিনি শারীরিক এবং মানসিকভাবে খেলতে অস্বস্তি অনুভব করছেন। তবে রোহিতের অবসর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।