
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে এবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। শুক্রবার আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। আদালত মামলাটি গ্রহণ করেছে এবং আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।
রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে এই এসআইআর প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়েই উঠেছে প্রশ্ন। মামলাকারীর দাবি, নির্বাচন কমিশন যেন ২০০২ সালের ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করে এবং প্রয়োজনে পুরো প্রক্রিয়ার ওপর আদালতের নজরদারি থাকে।
গত সোমবার পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হয়। ৪ নভেম্বর থেকে ব্লক লেভেল অফিসার বা বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন। বিহারে ইতিমধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যেখানে প্রায় ৩০ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। সেই নজিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক।
তৃণমূল কংগ্রেসের দাবি, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মনে ভয় তৈরি করা হচ্ছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে, বিজেপি জানিয়েছে এই প্রক্রিয়ায় মৃত ভোটার, অনুপ্রবেশকারী এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম বাদ দেওয়া হবে, কোনও প্রকৃত ভোটারের নাম কাটা হবে না।
রাজনীতির এই টানাপোড়েনে যখন রাজ্যজুড়ে উত্তাপ, তখন আদালতের এই মামলার রায় ভবিষ্যতে রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ার জন্য বড় দিশা দেখাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
