
দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার গিলারছাট, হালদারপাড়া ও খাড়ী আদকপাড়ায় আজ অনুষ্ঠিত হল রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ও ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। সকাল থেকেই এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। উপস্থিত ছিলেন সুন্দরবন বিষয়ক উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং স্থানীয় বিধায়ক ডা. অলোক জলদাতা।
এলাকার মানুষ জানিয়েছেন, রাজ্যের এই প্রকল্প সত্যিই তাঁদের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে তিনটি করে বুথ নিয়ে একটি ক্যাম্প হচ্ছে, যেখানে প্রতি বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ কীভাবে এলাকার উন্নয়নে ব্যবহার হবে, তা নির্ধারণ করবেন স্থানীয় বাসিন্দারাই।
আজকের ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ নিজ হাতে তাঁদের উন্নয়নের প্রস্তাব জমা দেন। কেউ রাস্তা মেরামতের দাবি জানান, কেউ আবার পানের জল ও আলো সংক্রান্ত সমস্যা সমাধানের অনুরোধ করেন। সমস্ত প্রস্তাবের কাগজ সংগ্রহ করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়, যাতে দ্রুত কাজ শুরু করা যায়।
মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও বিধায়ক অলোক জলদাতার উপস্থিতিতে এলাকাবাসীর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দুই জনপ্রতিনিধির আন্তরিক মনোভাব এবং মাঠপর্যায়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলার উদ্যোগে গিলারছাট ও পার্শ্ববর্তী এলাকায় যেন নতুন উদ্দীপনা ছড়িয়েছে।
স্থানীয়রা মনে করছেন, সরকারের এই প্রকল্পে মানুষের মতামতই হবে উন্নয়নের মূল ভিত্তি। ফলে সাধারণ মানুষ আরও বেশি করে প্রশাসনের সঙ্গে যুক্ত হতে পারবে এবং নিজের পাড়ার উন্নয়নের দায়িত্ব নিজের হাতে নিতে পারবে। গিলারছাটে আজকের ক্যাম্পে সেই গণতান্ত্রিক অংশগ্রহণেরই এক উজ্জ্বল ছবি ধরা পড়ল।
