
এসআইআর প্রকল্পের গুজব ও আতঙ্কে রাজ্যজুড়ে জন্ম শংসাপত্রের জন্য হুড়োহুড়ি পড়ে গেছে। কলকাতা থেকে শুরু করে জেলার প্রায় সব পুরসভাতেই সকাল থেকেই দীর্ঘ লাইন, ভিড় সামলাতে নাজেহাল পুরকর্মীরা। বিশেষত ধর্মতলা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ার পুরসভাগুলিতে চিত্র এক। প্রবীণ নাগরিক থেকে শুরু করে তরুণ-তরুণী সবাই জন্ম সার্টিফিকেটের আবেদন করতে ভিড় জমাচ্ছেন। যাঁদের পুরনো কোনো নথি নেই, তাঁদের পরিবার নতুন করে আবেদন করছে।
পুরসভা সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে গড়ের তুলনায় প্রায় তিনগুণ আবেদন জমা পড়েছে। হঠাৎ এই চাপ সামলাতে কর্মীদের পক্ষে স্বাভাবিক কাজের গতি বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ সেরে উঠতে পারছেন না।
বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের এসআইআর প্রকল্প নিয়ে স্পষ্ট তথ্যের অভাবই এই বিভ্রান্তি ও আতঙ্কের মূল কারণ। সরকারি তরফে সঠিক ব্যাখ্যা না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে কলকাতা পুরসভা নাগরিকদের সহায়তা দিতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে। জন্ম শংসাপত্র সংক্রান্ত কাজের জন্য আলাদা কাউন্টার খোলা হয়েছে। তবে বিপুল জনসমাগমের কারণে পরিষেবা দিতে সময় লাগছে।
পুর প্রশাসনের একাংশের মতে, আতঙ্কে সাধারণ মানুষ নথি জোগাড়ে ব্যস্ত হলেও বাস্তবে এমন তাড়াহুড়োর প্রয়োজন নেই। তবুও ভয়, গুজব ও অনিশ্চয়তা মিলিয়ে রাজ্যের বহু পুরসভায় এখন একটাই দৃশ্য অগণিত মানুষের লাইন, আর জন্ম সার্টিফিকেটের খোঁজে হাহাকার।
