
বিরাট কোহলির পথেই হাঁটলেন আরেক আধুনিক কিংবদন্তি। আন্তর্জাতিক ক্রিকেটের একটি ফরম্যাট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। তারপরই দেশের তরুণ প্রজন্মকে জায়গা করে দেওয়ার জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী এই কিউই ব্যাটার।
ফ্যাব ফোরের আরেক সদস্য বিরাট কোহলি গত বছরই সরে দাঁড়িয়েছেন টি-টোয়েন্টি থেকে। এ বার উইলিয়ামসনও অনুসরণ করলেন কিং কোহলিকে। এবার থেকে শুধু টেস্ট এবং একদিনের ক্রিকেটে মনোনিবেশ করতে চান বলে জানিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামসন। দেশের হয়ে ৯৩ ম্যাচে ১৮ টি অর্ধশতরান সহযোগে করেছেন মোট ২,৫৭৫ রান। স্ট্রাইক রেট ১২৩.০৮।
২০১১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় উইলিয়ামসনের। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি নেতৃত্ব দিয়েছেন নিউজিল্যান্ডকে। আবার আগামী ফেব্রুয়ারি-মার্চেই ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে বসতে চলেছে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগেই সামনে এল কিউই তারকার অবসরের সিদ্ধান্ত।
উইলিয়ামসন জানিয়েছেন, ক্রিকেট এমন একটি খেলা, যেটা খেলতে আমি ভালবাসি। দীর্ঘদিন দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছি। এই স্মৃতি এবং অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ। আমার নিজের জন্য এবং সেইসঙ্গে দলের জন্যও এটাই সঠিক সময় বলে মনে হয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পরিকল্পনা করতে সুবিধা হবে। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রচুর প্রতিভা রয়েছে। সর্বোচ্চ পর্যায়ে ওদের খেলার সুযোগ করে দেওয়া জরুরি। যাতে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারে। এটা ওদের জন্য গুরুত্বপূর্ণ।’’
