
গোটা দেশের স্বপ্নপূরণের দায়িত্ব ১১ জন মেয়ের কাঁধে। অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল থেকে ছিটকে দেওয়ার পর ফাইনালে সামনে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিতে নয়া ইতিহাস গড়ার লক্ষ্যে ভারতীয় নারী বাহিনী। এদিকে হরমনপ্রীতদের বিশ্বজয়ের স্বপ্নে চোখ রাঙাচ্ছে প্রকৃতি। রবিবার নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ ফাইনালে বৃষ্টির সম্ভাবনা প্রবল।
একই মাঠে এর আগে ভারত-বাংলাদেশ ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির জেরে। আর আবহাওয়ার পূর্বাভাস বলছে, রবিবার বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। বিশেষ করে, বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা অবধি ৫০ শতাংশের বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রজুড়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে অ্যাকুওয়েদার। এই পরিস্থিতিতে রবিবার খেলা ভেস্তে গেলে কী হবে?
এবারের বিশ্বকাপ ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে বরাদ্দ রেখেছে আইসিসি। সেক্ষেত্রে রবিবার খেলা না হলে ম্যাচ গড়াবে সোমবারে। যে অবস্থায় ম্যাচ থামবে, সেখান থেকেই পরদিন শুরু হবে খেলা। তবে হাওয়া অফিস জানাচ্ছে, সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন প্রায় ৫৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দুদিনই খেলা ভেস্তে গেলে কার হাতে উঠবে বিশ্বকাপ?
যে কোনও আইসিসি প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অথবা সেমিফাইনাল পরিত্যক্ত হলে লিগ পর্বে যে দল এগিয়ে ছিল, সুবিধা পায় তারাই। তবে ফাইনালে সে নিয়ম কার্যকর নয়। অর্থাৎ যদি দুদিনই খেলা ভেস্তে যায়, সেক্ষেত্রে ভারত এবং দক্ষিণ আফ্রিকা, উভয় দলকেই যৌথ বিজয়ী ঘোষণা করা হবে।
