
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে স্ত্রীর সঙ্গে সামান্য বচসার জেরে এক ব্যক্তি অভিমানে আত্মঘাতী হলেন। মৃতের নাম মৃত্যুঞ্জয় সরদার (৪২), বাড়ি দুমকি গ্রামে। শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে কোনও বিষয় নিয়ে মনোমালিন্য হয় মৃত্যুঞ্জয়ের। এরপর থেকেই দুজনের মধ্যে প্রায় কথাবার্তা বন্ধ হয়ে যায়। স্ত্রীর প্রতি গভীর অভিমানে রাত কাটান মৃত্যুঞ্জয়। ভোরবেলায় স্ত্রীর চোখের আড়ালে তিনি বিষ পান করেন। কিছুক্ষণ পর স্ত্রীর নজরে আসে তাঁর অবস্থার অবনতি, তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি, হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর খবর আসে।
ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।
হঠাৎ এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সরদার পরিবারে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা। স্ত্রীর আহাজারি গোটা গ্রামে গভীর বেদনায় ভরিয়ে তুলেছে। স্থানীয়দের মতে, পারিবারিক অশান্তি ও অভিমানই এই মর্মান্তিক পরিণতির কারণ। ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, মুহূর্তের রাগ বা অভিমান কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
