
নভি মুম্বইয়ের সেই ঐতিহাসিক মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার বিশ্বকাপ জিতে গিয়েছে, আর সেই দলের অন্যতম নায়িকা বাংলার রিচা ঘোষ। এবার নিজের রাজ্যেই সম্মানিত হতে চলেছেন এই তরুণ কিপার-ব্যাটার। আগামী শনিবার ইডেন গার্ডেন্সে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছে রিচার বিশ্বজয় উদযাপনে।
সিএবির পক্ষ থেকে রিচাকে উপহার হিসেবে দেওয়া হবে সোনায় বাঁধানো ব্যাট ও বল। এই বিশেষ ব্যাটে থাকছে বাংলার দুই কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বাক্ষর। রিচার ফাইনালের ২৪ বলে ৩৪ রানের ইনিংস ভারতকে জয়ের পথে নিয়ে গিয়েছিল, আর পুরো টুর্নামেন্টে ২৩৫ রান করে তিনি নিজেকে প্রমাণ করেছেন দলের অন্যতম স্তম্ভ হিসেবে।
এই সংবর্ধনা শুধু রিচার ব্যক্তিগত কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং বাংলার ক্রিকেটপ্রেমী তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন সিএবি জানাচ্ছে, এ আয়োজনের মাধ্যমে বোর্ড বাংলার মেয়ে ক্রিকেটারদের সাফল্যকেও উদযাপন করতে চায়।
ইডেন গার্ডেন্সে রিচার হাতে উঠবে সোনায় মোড়া সেই প্রতীকী ব্যাট ও বল, যা শুধু এক বিশ্বজয়ীর গর্ব নয় বাংলা ক্রিকেটের নতুন ইতিহাসের সাক্ষীও বটে।
