
বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়াতেই উঠেছে একাধিক অনিয়মের অভিযোগ। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিভিন্ন এলাকায় বুথ লেভেল অফিসার (বিএলও)রা নিয়ম মেনে কাজ করছেন না। তাঁদের অভিযোগ, অনেকে বাড়ি বাড়ি যাচ্ছেন না, বরং নির্দিষ্ট জায়গায় বসেই ভোটারদের ফর্ম বিলি করছেন। এমনকি বিজেপির বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২)দের উপস্থিতি ছাড়াই ফর্ম বিতরণ করা হচ্ছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অভিযোগ নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। বিজেপির পক্ষ থেকে কমিশনে মোট ৬৫টি অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, অনেক এলাকায় বিএলওরা স্থানীয় ক্লাব বা কাউন্সিলরদের উপস্থিতিতে ফর্ম বিলি করছেন, যা সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি, বিজেপির বিএলএ কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটছে বলে দাবি দলের।
বিজেপি জানিয়েছে, এ পর্যন্ত তারা প্রায় ৫০ হাজার বিএলএর কাগজপত্র কমিশনে জমা দিয়েছে, যার মধ্যে ৪২ হাজার আই-কার্ড দল পেয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪৩ হাজার, সিপিআইএম ৩০ হাজার এবং কংগ্রেস ৯ হাজার কার্ড।
এই সমস্ত অভিযোগের পর এখন নজর নির্বাচন কমিশনের দিকে। কমিশন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। শুভেন্দুর এই অভিযোগে ফের উত্তপ্ত রাজ্যের রাজনীতি, বিশেষত ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে।
