
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাজ্যের তরফে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টে জানানো হয়েছে, যাদবপুর ও সল্টলেক দুটি ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রায় ৬৮ লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এই অর্থ দিয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন, প্রযুক্তিগত পরিকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে।
রিপোর্ট অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নতুন করে ৩২ জন নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে, যাঁরা রাজ্য সৈনিক বোর্ড থেকে আসবেন। তাঁদের নিয়োগের দায়িত্ব থাকবে বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের হাতে, তবে সমস্ত আর্থিক দায় বহন করবে রাজ্য প্রশাসন। পাশাপাশি, কলকাতা পুলিশের সাউথ সাবার্বান ডিভিশনের আধিকারিকরা যাদবপুর ও সল্টলেক ক্যাম্পাসসহ ছাত্রাবাসগুলির নিরাপত্তা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবেন।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় চত্বরে যে অশান্তির ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি এড়াতেই স্থায়ী নিরাপত্তা কাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন। সেই ঘটনায় তিনিসহ কয়েকজন আহত হন। এরপরই নিরাপত্তা ঘাটতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়। আদালতের নির্দেশেই আজ এই রিপোর্ট জমা পড়েছে।
রাজ্যের এই পদক্ষেপে নতুন করে বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা বাড়ার আশা দেখা দিয়েছে। ছাত্র-শিক্ষক মহলও এখন তাকিয়ে আছে, কতটা কার্যকর হয় এই নতুন নিরাপত্তা পরিকল্পনা।
