
দীর্ঘ নীরবতার পর ফের শিরোনামে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে নাকতলার বাড়িতে ফিরে নিজের জীবনের প্রেমের গল্প নিয়েই মুখ খুললেন তিনি। জীবনের শেষ বয়সে এসে রাজনীতি নয়, আলোচনার কেন্দ্রে এখন তাঁর ব্যক্তিগত সম্পর্ক অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে।
রাজনীতির মঞ্চে একসময় তিনি ছিলেন ক্ষমতার অন্যতম মুখ, কিন্তু দুর্নীতির অভিযোগে সব হারান। জেল থেকে মুক্তি পেয়ে নতুনভাবে বাঁচার গল্প শুরু করতেই সামনে আসে জীবনের নরম দিকটি। পার্থ জানালেন, স্ত্রী প্রয়াত হওয়ার পর একাকিত্ব তাঁকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সেই শূন্যতায় আলোর মতো এসে দাঁড়িয়েছিলেন অর্পিতা অভিনয় জগতের এক সময়ের পরিচিত মুখ।
অর্পিতা শুধুমাত্র বন্ধু নন, পার্থর জীবনে তিনি হয়ে উঠেছেন ভরসা, সঙ্গী ও আশ্রয়। রাজনীতির অন্ধকার অধ্যায়ে যাঁরা সবাই দূরে সরে গিয়েছিলেন, অর্পিতা তখনও পাশে ছিলেন এটাই পার্থর কাছে ভালোবাসার প্রমাণ। তাঁর মতে, সমাজ যতই প্রশ্ন তুলুক, এই সম্পর্কের ভিত বিশ্বাস ও স্নেহে গড়া।
বয়সের ব্যবধান, বিতর্ক কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের কটাক্ষ কিছুই আর গুরুত্ব পাচ্ছে না তাঁর কাছে। পার্থ এখন স্পষ্ট জানাচ্ছেন, জীবনের যত কষ্টই আসুক, অর্পিতা তাঁর আজও, থাকবে ভবিষ্যতেও।
রাজনীতির মঞ্চে হয়তো তাঁর ফেরা এখনও অনিশ্চিত, কিন্তু প্রেমের মঞ্চে তিনি একেবারেই হার মানেননি। দীর্ঘ লড়াইয়ের পর তাঁর মুখে একটাই কথা সব হারিয়েও ভালোবাসা থেকে যায়, ঠিক যেমন অর্পিতা থেকেছেন তাঁর জীবনে।
