
রাজ্যে ভোটার তালিকা পরিশোধনের প্রক্রিয়া (SIR) শুরু হতেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আধার কর্তৃপক্ষ UIDAI-এর ২০২২ সালের লিগেসি ডেটা অনুযায়ী রাজ্যে এখনও প্রায় ৪৬ লক্ষ মৃত ভোটারের নাম তালিকায় রয়েছে। এই তথ্য বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন।
নির্বাচন কমিশন আগেই স্পষ্ট করেছিল, ভোটার তালিকা শুদ্ধিকরণের মূল লক্ষ্য হলো যেন একজনও ভুয়ো ভোটার তালিকায় না থাকে এবং মৃত ভোটারদের নাম দ্রুত বাদ দেওয়া যায়। এই উদ্দেশ্যেই শুরু হয়েছে সিস্টেমেটিক ভোটার লিস্ট রিভিশন (SIR) প্রক্রিয়া।
মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, UIDAI-এর দেওয়া তথ্য অনুযায়ী যে নামগুলি সম্ভাব্য মৃত ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে, তা চূড়ান্তভাবে বাদ দেওয়ার আগে তিন স্তরের যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে। প্রথম ধাপে স্থানীয় বুথ লেভেল অফিসাররা নিজ এলাকা ভিত্তিক যাচাই করবেন। এরপর ব্লক ও জেলা পর্যায়ে পর্যালোচনা হবে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে তালিকার সঙ্গে পরিবারের বা স্থানীয় প্রশাসনের প্রতিক্রিয়াও গ্রহণ করা হবে।
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বুধবার দুপুরে এক সংবাদসংযোগে এই তথ্য তুলে ধরেছিলেন। যদিও কমিশন ইতিমধ্যেই সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, সরকারি সূত্রে জানানো হয়েছে, শুদ্ধিকরণের এই প্রক্রিয়া নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজ্যের ভোটার তালিকা আরও নিরাপদ এবং সঠিক করতে কমিশন জেলার প্রতিটি অফিস ও বুথ লেভেল কর্মীদের তৎপরতা বাড়িয়েছে। ভোটারদের কাছে আবেদন করা হয়েছে, কেউ যদি মৃত ভোটারের তালিকা নিয়ে তথ্য জানেন, তা অবিলম্বে জানাতে।
