
পুলওয়ামায় উমর উন নবি’র বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। উমরকে দিল্লির রেড ফোর্ট বিস্ফোরণের প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। এই বিস্ফোরণে ১৩ জনের প্রাণহানি ঘটে। উমর আল ফালাহ ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করতেন এবং DNA বিশ্লেষণের মাধ্যমে তাকে গাড়ি বোমাবাজ হিসেবে চিহ্নিত করা হয়।
তদন্তে তার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুইজন মুজাম্মিল শাকিল গানাই ও আদিল রাথর এরও গ্রেফতারি হয়। এরা প্রায় ৩,০০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ডিটোনেটর ও টাইমার সংরক্ষণ করছিল। ফারিদাবাদে আরও একটি সন্দেহভাজন গাড়ি, একটি সিলভার মারুতি ব্রেজা, জব্দ করা হয়েছে।
ঘটনার তদন্ত এখনও চলমান। প্রশাসন পুরো বিস্ফোরণ জালটির সঙ্গে যুক্ত সংযোগ খুঁজে বের করতে কাজ চালাচ্ছে। এই অভিযান জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মডিউলগুলোর ওপরও নজরদারি বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে জম্মু ও কাশ্মীর, হরিয়ানা ও উত্তরপ্রদেশের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন সংযোগগুলো যাচাই করা হচ্ছে।
ভূমি ধ্বংসের এই পদক্ষেপ দেশের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযানকে আরও জোরদার করার প্রেক্ষাপট তৈরি করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তদন্তকারীরা বিস্ফোরণের জালটিকে পুরোপুরি উন্মোচন করতে ব্যস্ত।
পুলওয়ামায় এই পদক্ষেপের মাধ্যমে দেশের নিরাপত্তা সংস্থাগুলো স্পষ্ট বার্তা দিচ্ছে যে সন্ত্রাসী কার্যকলাপে কোনো ধৈর্য বা সহনশীলতা নেই।
