
নভেম্বরের শেষ সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারসহ একাধিক জেলায় দলীয় শিবির, ক্যাম্প ও সংগঠন পরিদর্শনের পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে। রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়ার সঙ্গে এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।
রাজ্যজুড়ে এসআইআর কার্যক্রম শুরুর পর ব্লোদের দ্রুততর প্রচেষ্টা বাড়ানো হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হচ্ছে ইনিউমারেশন ফর্ম, পাশাপাশি সংগঠনের তরফে প্রতিটি ক্যাম্পের কাজে নজরদারি চলছে। রাজ্যের নেতাদের উদ্দেশে অভিষেক আগেই স্পষ্ট বার্তা দিয়েছিলেন রাজ্যের প্রতিটি মানুষকে ধরতে হবে, প্রতিটি বিধানসভায় হতে হবে সংগঠনের সুদৃঢ় নির্মাণ। ওয়ার রুম গঠন থেকে শুরু করে গ্রাউন্ড-লেভেল যোগাযোগ সব ক্ষেত্রেই তৃণমূল চাইছে নির্ভুল প্রস্তুতি।
এ সবের মাঝেই সবচেয়ে বড় জল্পনা নবজোয়ার–২ নিয়ে। দীর্ঘদিন ধরেই নতুন ফরম্যাটে এই কর্মসূচি আসতে চলেছে বলে আলোচনা শুরু হয়েছে। দলের শীর্ষমহল মনে করছে, অভিষেকের উত্তরবঙ্গ সফর থেকেই মিলতে পারে বড় ঘোষণা। গতবার নবজোয়ারের মাধ্যমে যে সংযোগ বাড়ানো হয়েছিল, এবার তা আরও আধুনিক ও বিস্তৃত হতে পারে বলে জল্পনা জোরালো।
অভিষেকের সফরকে কেন্দ্র করে কোচবিহার থেকে আলিপুরদুয়ার সব জেলাতেই চলছে চূড়ান্ত প্রস্তুতি। স্থানীয় নেতৃত্বের লক্ষ্য স্পষ্ট সংগঠনকে আরও মজবুত করা এবং বিজেপিশাসিত উত্তরবঙ্গে তৃণমূলের অবস্থান আরও শক্ত করা। বিশেষত লোখসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গকে ঘিরে রাজনৈতিক সমীকরণ কতটা বদলায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা।
এই সফর কেবল পরিদর্শন নয়, আগামী দিনের তৃণমূল তরফে যাত্রাপথ কতদূর বিস্তৃত হবে, তাও অনেকটাই নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে। দলের অভ্যন্তরে যেমন প্রত্যাশা তুঙ্গে, তেমনই বিরোধীরাও নজর রাখছে অভিষেকের উত্তরবঙ্গ সফর থেকে নতুন কোন রাজনৈতিক বার্তা উঠে আসে।
