
শ্রীরামপুরে তৃণমূলের কর্মসূচিতে অংশ নিয়ে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেদিনের সভায় তিনি রাজ্যপাল থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী পর্যন্ত কাউকেই ছাড় দেননি। তাঁর বক্তব্যে স্পষ্ট অভিযোগ, রাজভবন নাকি বিজেপির অভিযুক্ত নেতাদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, রাজ্যপালের আচরণে নিরপেক্ষতার অভাব প্রকট এবং এমন পরিস্থিতি রাজ্যের উন্নয়নের পথে বড় বাধা।
কল্যাণের অভিযোগ, রাজভবনে রাজনৈতিক পক্ষপাতের প্রভাব এতটাই বেড়েছে যে মানুষ আর রাজ্যপাল পদে নিরপেক্ষতা খুঁজে পান না। তাঁর মতে, রাজ্যের প্রশাসনিক পরিমণ্ডলে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে রাজভবনের ভূমিকা বদলাতে হবে। তিনি আরও বলেন, বিজেপির বিভিন্ন নেতা দুর্নীতির অভিযোগে জড়িত থাকলেও রাজভবনে তাঁদের প্রতি অতিরিক্ত সহানুভূতি দেখানো হচ্ছে বলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
অন্যদিকে, সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে মন্তব্য করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি নির্বাচন ও ভোট প্রক্রিয়া সম্পর্কে নিজের মতামত তুলে ধরেছিলেন, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। এই মন্তব্যের পরই তৃণমূল শিবিরের একাংশ পালটা আক্রমণ শানায়। সেই আবহেই শ্রীরামপুরের সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের রাজ্যপালের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
