
প্রশ্ন ঘুষ মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে বড় পদক্ষেপ নিল লোকপাল। দেশের অ্যান্টি–করাপশন ওয়াচডগ সিবিআইকে নির্দেশ দিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যেই উপযুক্ত আদালতে চার্জশিট দাখিল করতে হবে। একই সঙ্গে সেই নথির একটি কপি জমা দিতে হবে লোকপালের রেজিস্ট্রিতে। তবে প্রসিকিউশন শুরু করার অনুমতি এখনও দেওয়া হয়নি। আদালত চার্জশিট গ্রহণ করার পরই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে লোকপাল বেঞ্চ।
মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, এক শিল্পপতির কাছ থেকে সুবিধা নিয়ে সংসদে প্রশ্ন তোলা হয়েছিল এবং সাংসদদের জন্য তৈরি অফিসিয়াল ইমেল ঠিকানার পাসওয়ার্ডও ব্যবসায়ীর সঙ্গে ভাগ করা হয়েছিল। এই অভিযোগের প্রেক্ষিতেই সিবিআই অনুমতি চেয়ে লোকপালের কাছে আবেদন করে। লোকপাল জানায়, বর্তমানে শুধুমাত্র চার্জশিট দাখিলের অনুমতি দেওয়াই উপযুক্ত।
এর আগে দিল্লি হাইকোর্টে মহুয়া অভিযোগ করেছিলেন যে সিবিআইয়ের রিপোর্ট জমা পড়ার পরই তা মিডিয়ায় ফাঁস হয়ে যাচ্ছে। আদালত নির্দেশ দেয়, সংশ্লিষ্ট সব পক্ষকে কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে।
এখন সিবিআই নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করবে, আদালত অভিযোগ গ্রহণ করবে কি না তা নির্ধারণ করবে, তারপরই প্রসিকিউশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে লোকপাল।
