
বড়বাজারের ১৭ নম্বর এজরা স্ট্রিটে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষোভে ফেটে পড়লেন দমকলমন্ত্রী সুজিত বসু। শনিবার ভোর ৫টা নাগাদ একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানের দ্বিতীয় তলায় আগুন লাগে। গোডাউন হিসেবে ব্যবহার হওয়া অংশে আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্ক তৈরি হয় এলাকায়। খবর পেয়ে দমকল দ্রুত পৌঁছালেও ঘিঞ্জি এলাকা, সরু গলি এবং তারের জঙ্গলের কারণে কাজ চালাতে চরম সমস্যায় পড়েন কর্মীরা। আগুন নেভাতে শেষ পর্যন্ত ২৪টি ইঞ্জিন নামাতে হয়।
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখে মন্ত্রীর অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে। এলাকার দোকান ও ভবনগুলিতে অগ্নিনির্বাপক নিয়ম না মানার অভিযোগ বহুদিনের। সুজিত বসু জানান, প্রতি ঘটনায় একই সমস্যা দেখা দিচ্ছে, অথচ কোনও সংশোধন নেই। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ীরা নিয়ম মেনে নিরাপত্তা ব্যবস্থা ঠিক না করছেন, ততক্ষণ বিপদ তৈরি হবেই। মন্ত্রীর মতে, এলাকাবাসী ও দোকান মালিকদের দায়িত্বহীনতার কারণেই বারবার আগুনের ঘটনা ঘটছে।
মেয়র ফিরহাদ হাকিমও পরিদর্শনে এসে এলোমেলো বৈদ্যুতিক তারের অবস্থাকে মূল সমস্যার জায়গা বলে উল্লেখ করেন এবং সিইএসসি, পুলিশ, দমকল ও ব্যবসায়ী সংগঠনকে নিয়ে জরুরি বৈঠক ডাকার ঘোষণা দেন।
কাউন্সিলর সন্তোষ পাঠক জানান, এই ভবনে কমপক্ষে বাইশবার আগুন লেগেছে। বহুবার অভিযোগ করার পরও কোনও স্থায়ী সমাধান হয়নি। তাঁর অভিযোগ, নিয়ম মানার ক্ষেত্রে ব্যবসায়ীরা উদাসীন, আর তার ফলেই বারবার দমকলকে বিপদের মুখে পড়তে হচ্ছে।
দমকলমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন এবার কঠোর ব্যবস্থা আসছে, এবং বেআইনি বা ঝুঁকিপূর্ণ কোনও কিছু পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না।
