
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই রাজ্যের রাজনীতিতে তাপমাত্রা দ্রুত বাড়ছে। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বড় জয়ের পর আরও আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী এবার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ভোট প্রস্তুতি ঘিরে। তাঁর অভিযোগ, ভোটার লিস্ট প্রকাশে দেরি হচ্ছে রাজ্যের ‘অসহযোগিতার’ কারণে, আর সময়মতো তালিকা প্রস্তুত না হলে সাংবিধানিক নিয়মে নির্বাচন পিছোতে পারে এবং সেই পরিস্থিতিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়াই স্বাভাবিক পরিণতি হতে পারে।
পোলবা এলাকায় বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠানে তিনি দাবি করেন, বিএলও-দের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে কারণ রাজ্য সরকার প্রয়োজনীয় অনুমোদন দিচ্ছে না। তাঁর কথায়, বিহারে ভোটের আগে অতিরিক্ত ডেটা এন্ট্রি কর্মী নিয়োগ করা হলেও বাংলায় সে পদক্ষেপ নিতে রাজ্য রাজি হয়নি। ফলে ভোটার তালিকা আপডেটে ধীরগতি তৈরি হয়েছে। শুভেন্দুর মতে, ৭ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ না হলে নির্বাচন কমিশনের ওপর চাপ পড়বে এবং ভোট নির্ধারিত সময়ে করা সম্ভব নাও হতে পারে।
এদিন তিনি অনুপ্রবেশ, সন্ত্রাসবাদ এবং মহিলা কল্যাণমূলক প্রকল্প নিয়েও শাসক দলকে আক্রমণ করেন। তাঁর দাবি, রাজ্যে নিরাপত্তা পরিস্থিতি অবনতি হচ্ছে এবং বিভিন্ন আর্থিক প্রকল্প শুধুই নকল উদ্যোগ। যুব সমাজের কর্মসংস্থান থেকে সামাজিক সুরক্ষা সব ক্ষেত্রে এনডিএ সরকারগুলিই বাস্তব কাজ করছে বলে দাবি করেন তিনি।
নির্বাচনের আগে বিজেপি ইতিমধ্যেই কৌশলে আক্রমণাত্মক, আর শুভেন্দুর এই মন্তব্যে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে বিধানসভা ভোটের আগে কি তবে আরও তীব্র রাজনৈতিক টানাপোড়েন দেখা যাবে?
