
গুগল মিটের পরিষেবা বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে অচল হয়ে পড়ে। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা মিটিংয়ে যোগ দিতে না পেরে সমস্যার মুখোমুখি হন। অনলাইন যোগাযোগ ও অফিস-সংক্রান্ত কর্মকাণ্ডে ব্যাপকভাবে ব্যবহৃত এই প্ল্যাটফর্মের হঠাৎ বিপর্যয়ে কর্মব্যস্ত দিনের ছন্দে সাময়িক বিঘ্ন ঘটে।
সমস্যা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্মে জানানো হয়েছে, প্রায় দুই-তৃতীয়াংশ ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশ করতে ব্যর্থ হন। প্রায় এক-তৃতীয়াংশ ব্যবহারকারী সার্ভার সংযোগে সমস্যা রিপোর্ট করেছেন। দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, আহমেদাবাদ, জয়পুরসহ একাধিক বড় শহর থেকে পরিষেবা ব্যাহত হওয়ার খবর পাওয়া যায়।
গুগল মিটের ব্যবহারকারীদের একটা বড় অংশ নিয়মিত অফিস মিটিং, ভার্চুয়াল ট্রেনিং, দূরবর্তী সাক্ষাৎকারসহ নানা কাজে এই প্ল্যাটফর্মের উপর নির্ভর করেন। হঠাৎ করে পরিষেবা অচল হয়ে পড়ায় অফিসিয়াল কাজের ধারাবাহিকতা নষ্ট হয়। অনেক ব্যবহারকারী তাৎক্ষণিকভাবে বিকল্প উপায় খুঁজতে বাধ্য হন, কেউ কেউ একেবারেই সংযোগ স্থাপন করতে পারেননি।
তবে পরিষেবা ব্যাহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিপরীত প্রতিক্রিয়া। অফিসকর্মীদের বড় একটি অংশ পরিস্থিতিকে মজা করে গ্রহণ করেন। বিভিন্ন প্ল্যাটফর্মে ছোট ছোট রসিকতা, মিম ও ব্যঙ্গাত্মক পোস্ট ছড়িয়ে পড়ে। অনেকেই অপ্রত্যাশিত এই পরিস্থিতিকে ব্যস্ত রুটিনের মাঝখানে ছোট্ট বিরতি বলে উল্লেখ করেছেন।
গুগল মিট বর্তমানে বহু ভাষার সহায়তায় বিশ্বজুড়ে ব্যবহৃত একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। মোবাইল অ্যাপ ও ওয়েব উভয় মাধ্যমেই এর ব্যবহারযোগ্যতা থাকায় পরিষেবা অচল হওয়ার প্রভাবও অনেক বেশি অনুভূত হয়। অল্প সময়ের এই প্রযুক্তিগত বিপর্যয় আবারও স্মরণ করিয়ে দিল, অনলাইন যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরতা কতটা গভীর।
