
রাশিয়ার শাস্তিপ্রাপ্ত তেল-সরবরাহে কাটছাঁট স্পষ্ট হলেও মূল্যছাড়ের সুবিধায় বড়সড় বিপদে পড়েনি ভারতীয় রিফাইনাররা। আন্তর্জাতিক বাজারে রাশিয়ান কাঁচা তেলের আকর্ষণীয় ডিসকাউন্ট কার্যকর থাকায় সরবরাহে ঘাটতি তৈরি হলেও ব্যয় বা পরিশোধন কার্যক্রমে তেমন প্রভাব পড়েনি। ফলে ভারত দ্রুত শাস্তিমুক্ত রাশিয়ান গ্রেড এবং অন্যান্য বিকল্প উৎস থেকে আমদানি বাড়িয়ে পরিস্থিতি স্থিতিশীল রেখেছে।
শিল্প মহলের খবর, Rosneft ও Lukoil-এর মতো নিষেধাজ্ঞাগ্রস্ত রপ্তানিকারকদের ব্যারেল ধীরে ধীরে বাজার থেকে কমে যাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে রাশিয়ার নতুন ডিসকাউন্ট-ভিত্তিক রপ্তানি নীতি ভারতীয় আমদানিকারকদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। অতিরিক্ত ছাড়ের ফলে রিফাইনাররা আর্থিক চাপ ছাড়াই ব্যাকআপ উৎসে ঝুঁকতে পারছে।
ভারতীয় তেল আমদানির কাঠামোতে গত কয়েক সপ্তাহে লক্ষণীয় পরিবর্তন দেখা গেছে। শাস্তিপ্রাপ্ত তেলের সরবরাহ প্রায় অর্ধেক কমে যাওয়ায় রিফাইনাররা নন-স্যানশনড রুশ ক্রুড আমদানিতে জোর দিয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশ থেকেও ব্যারেল সংগ্রহ বাড়ানো হয়েছে। দ্রুত অভিযোজনে দেশের জ্বালানি সরবরাহে কোনও বড় ধাক্কা লাগেনি।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক তেলের দাম আপাতত স্থিতিশীল থাকায় এবং রাশিয়ার ডিসকাউন্ট অব্যাহত থাকায় ভারতীয় রিফাইনারদের পরিশোধন-খরচ বা মার্জিনে অতিরিক্ত চাপ তৈরি হয়নি। বরং ভারসাম্যপূর্ণ আমদানি কৌশল সামগ্রিক বাজারকে স্থির রাখতে সহায়তা করেছে।
পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান তেলের প্রবাহ কমলেও ছাড় এবং বিকল্প সরবরাহ-রুট ভারতের জন্য কার্যকর সুরক্ষাবলয় হিসেবে কাজ করেছে। ফলে নিকট ভবিষ্যতে জ্বালানি বাজারে বড় কোনও অস্থিরতার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
