
হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং তেরো জনের বেশি এখনও নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে কয়েকটি বহুতল আবাসনের বাইরে বাঁশের মাচায় আগুন লেগে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশের ব্লকগুলিতে। অগ্নিকাণ্ড দ্রুত ভয়াবহ রূপ নেওয়ায় দমকল বিভাগ আগুনকে সর্বোচ্চ স্তর অর্থাৎ লেভেল ফাইভ হিসেবে ঘোষণা করে।
আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে বলে হংকং প্রশাসন জানিয়েছে। ৩৭ বছর বয়সী সেই কর্মীকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। আগুনের সময় ভবনের ভিতরে কত লোক আটকে ছিলেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বহু বাসিন্দা আটকে থাকার খবর পুলিশকে জানিয়েছিলেন। উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, আগুনের তীব্রতার কারণে রাত পর্যন্ত ভবনের ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলের চারপাশে ঘন কালো ধোঁয়ার স্তূপ আকাশ ঢেকে দেয়। ভিডিও ও ছবিতে দেখা যায়, বাঁশের মাচা ধরে আগুন বড়ো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা অবিরাম জল ছিটিয়ে চলেছেন, পাশাপাশি আশপাশের বাসিন্দাদের ঘরেই থাকতে ও দরজা–জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য হটলাইন চালু করেছে এবং নিকটবর্তী কমিউনিটি সেন্টারে দুটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খুলেছে।
দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থার উন্নতির কারণে হংকংয়ে বড়ো অগ্নিকাণ্ডের ঘটনা কমে এসেছিল। প্রায় সতেরো বছর পর এমন ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে ঘটল, যা অতীতের ঘনবসতিপূর্ণ এলাকার আগুনের ভয়াবহ স্মৃতি ফিরিয়ে দিয়েছে। কর্তৃপক্ষ আগুনের উৎস ও বিস্তার কীভাবে ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
