
নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের চলতি সংঘাতে নয়া মাত্রা যোগ করলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মহেশতলায় ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্যপরিসেবা প্রকল্পের উদ্বোধনে উপস্থিত হয়ে তিনি দাবি করেন, কমিশনের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিদলের বৈঠকের ‘ডিজিটাল প্রমাণ’ তাঁর হাতে রয়েছে। সেই সঙ্গে উন্মুক্ত চ্যালেঞ্জ ছুড়ে বলেন, কমিশন চাইলে শুক্রবারের বৈঠকের পূর্ণাঙ্গ কথোপকথন প্রকাশ করুক তিনি তা হলে আইনি লড়াইয়ে কমিশনকে আদালত পর্যন্ত নিয়ে যাবেন।
গত শুক্রবার তৃণমূলের ১০ সাংসদের প্রতিনিধিদল পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কমিশনের দ্বারস্থ হয়। বিএলও-সহ সাধারণ মানুষের মৃত্যু, এসআইআর আতঙ্ক, এবং প্রশাসনিক পরিকল্পনার অভাব এই সব বিষয়ে কমিশনের সুস্পষ্ট জবাব পাননি বলেই দাবি করে তৃণমূল। তবে বৈঠকের পর কমিশন–সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়, তৃণমূলকে ‘কড়া বার্তা’ দিয়েছে নির্বাচন সদন এবং আইন মানার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বিএলও-দের উপর চাপ না দেওয়ার কথাও বলা হয়েছে বলেই দাবি।
এই দাবি উড়িয়ে দিয়ে অভিষেক বলেন, কমিশন যদি দেখাতে পারে যে একটি প্রশ্নেরও স্পষ্ট জবাব দিয়েছে, তিনি আদালতে যাবেন। তাঁর কথায়, “আমি হাওয়ায় কথা বলি না, আমাদের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে।”
এ দিন বিএলও-দের অতিরিক্ত ভাতা নিয়ে কেন্দ্র–রাজ্য–কমিশন সম্পর্কেও তীব্র মন্তব্য করেন অভিষেক। তাঁর দাবির মতে, কমিশন যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বাংলার বকেয়া নিয়ে চিঠি লেখে, তা হলে রাজ্য সরকার সরাসরি বিএলওদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, অভিষেক জানেন কমিশনের পক্ষে এমন চিঠি পাঠানো সম্ভব নয় এটি মূলত কমিশন ও কেন্দ্রকে এক ফ্রেমে আনার তৃণমূলের রাজনৈতিক কৌশল।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সংসদ নাটকের জায়গা নয়’ মন্তব্যেরও কঠোর জবাব দেন অভিষেক। তাঁর পাল্টা মন্তব্য, “এত মানুষের মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী নাটক বলছেন কে নাটক করছে, দেশ দেখছে।”
মহেশতলা থেকে শুরু হওয়া ‘সেবাশ্রয় ২’ প্রকল্প চলবে জানুয়ারি শেষ পর্যন্ত, সব বিধানসভায় ধাপে ধাপে স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
