
কলকাতা হাইকোর্টে ফের উত্তাপ এসএসসি নিয়োগ নিয়ে। গ্রুপ সি এবং গ্রুপ ডি–র একাংশ চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছেন, তাঁরা দাগি নন, তবুও তাঁদের নাম যোগ্য তালিকা থেকে বাদ দিয়ে অযোগ্যদের তালিকায় ফেলে দেওয়া হয়েছে। আগামী ৩ ডিসেম্বর গ্রুপ সি-ডি নিয়োগের আবেদন করার শেষ তারিখ। সেই সময়সীমা সামনে রেখে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান তাঁদের আইনজীবী। বিচারপতি অমৃতা সিংহ আবেদন গ্রহণ করে মঙ্গলবারই মামলার শুনানির সম্ভাবনার কথা জানান।
একই সঙ্গে, এসএসসি মামলায় মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের পুরো তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সিংহ স্পষ্ট করে জানিয়েছেন, আগামী শুনানির দিন সেই তালিকা দিতে হবে কমিশনকে।
২০১৬ সালের এসএসসি প্যানেলের প্রায় ২৬ হাজার নিয়োগ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। অভিযোগ ছিল, পুরো প্রক্রিয়াতেই কারচুপি হয়েছে, বিশ্বাসযোগ্যতা নেই। আদালতের নির্দেশে এসএসসি এ বছর নতুন করে নিয়োগ পরীক্ষা ঘোষণা করে। ৩ নভেম্বর থেকে শুরু হওয়া গ্রুপ সি-ডি পদে আবেদন গ্রহণ চলছে আগামী বুধবার পর্যন্ত।
সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন না। অথচ, ২০১৬ সালের প্যানেলের একাংশ দাবি করছেন, তাঁরা দাগি নন, কিন্তু তাঁদের যোগ্য তালিকায় রাখা হয়নি। এই অভিযোগেই তাঁরা হাইকোর্টে আর্জি জানান এবং দ্রুত শুনানির দাবিও করেন।
এরই মধ্যে আদালত শিক্ষকের পুরনো নিয়োগকারীদের তালিকা জমা দিতে বলেছে, যা মামলার ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছে আইনি মহল। নিয়োগ-দুর্নীতির জটিলতায় আটকে থাকা হাজারো প্রার্থী আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে।
