
মালদহ জেলায় এইচআইভি পজিটিভ বা এইডসে আক্রান্ত মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩১০০। এর মধ্যে প্রায় ৩০০ জনই নাবালক বা নাবালিকা, যাদের বয়স ১৫ বছরের নিচে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতর নতুন উদ্যোগে নেমেছে এবং রোগ প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
স্বাস্থ্য কর্তাদের বক্তব্য, মালদহের বিভিন্ন গ্রামে এখনও কালাজ্বর, টিবি সহ একাধিক রোগে আক্রান্ত মানুষের সংখ্যা যথেষ্ট। বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এই রোগে আক্রান্ত একটি বড় অংশ এইচআইভি পজিটিভ। বিশেষ করে যক্ষায় আক্রান্তদের মধ্যে এ ধরনের সংক্রমণ বেশি ধরা পড়ছে। এমন পরিস্থিতি জেলাজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।
জেলা স্বাস্থ্য দফতর সোমবার থেকে নতুন কর্মসূচি শুরু করেছে। গঠিত হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম, যারা এইচআইভি আক্রান্তদের পর্যবেক্ষণ ও পরামর্শে নজর দেবে। গর্ভবতী মহিলারা যদি এইচআইভি আক্রান্ত হন, তাঁদের জন্য আলাদা নজরদারি ও চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি নাবালকদের ক্ষেত্রেও নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হয়েছে, যাতে তাদের সংক্রমণ রোধ করা যায় এবং ভবিষ্যতে রোগের বিস্তার বন্ধ রাখা সম্ভব হয়।
মানুষকে সচেতন করার উদ্যোগেও জোর দেওয়া হয়েছে। প্রশাসন, পুরসভা ও পঞ্চায়েতের সঙ্গে সমন্বয় রেখে স্বাস্থ্য দফতর সচেতনতা কর্মসূচি চালাচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তে ট্যাবলো চালানো হচ্ছে, যাতে সাধারণ মানুষ সংক্রমণ, প্রতিরোধ ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে ধারণা পান।
স্বাস্থ্য দফতরের মতে, আক্রান্তদের সুস্থ রাখার পাশাপাশি বড় লক্ষ্য হলো ভবিষ্যতে সংক্রমণ ছড়িয়ে পড়া পুরোপুরি থামানো। তাই নজরদারি, চিকিৎসা এবং সামাজিক সচেতনতা এই তিন দিকেই সমানভাবে জোর দিচ্ছে প্রশাসন। মালদহের বর্তমান পরিস্থিতি দেখে স্বাস্থ্য দফতর মনে করছে, এখনই কঠোর নজরদারি ও সচেতনতা ছাড়া পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
