
পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (KVP) এবার বিনিয়োগকারীদের কাছে আবারও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। নিরাপদ সঞ্চয়, নির্দিষ্ট রিটার্ন এবং সরকারের গ্যারান্টি সব মিলিয়ে এই স্কিমকে অনেকেই দীর্ঘমেয়াদি বিনিয়োগের সবচেয়ে স্থির বিকল্প হিসেবে দেখছেন। বর্তমান সুদের কাঠামো অনুযায়ী মাত্র ১১৫ মাসে বিনিয়োগকৃত টাকাই প্রায় দ্বিগুণ হয়ে যায়, যা বাজারে এই স্কিমকে আরও জনপ্রিয় করেছে।
কেন্দ্রীয় অর্থ দফতর প্রতি তিন মাস অন্তর স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পুনর্বিবেচনা করলেও, KVP-এর একটি বিশেষ সুবিধা রয়েছে একবার যেই হারে বিনিয়োগ শুরু করা হয়, মেয়াদশেষ পর্যন্ত সেই হারই অপরিবর্তিত থাকে। বর্তমানে প্রকল্পটিতে বার্ষিক ৭.৫ শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হচ্ছে, ফলে প্রতি বছর সুদের অঙ্ক জমার সঙ্গে যুক্ত হয়ে বিনিয়োগের পরিমাণ দ্রুত বাড়তে থাকে।
উদাহরণ হিসেবে বলা যায়, ১ লক্ষ টাকা জমা করলে চক্রবৃদ্ধি হিসেব অনুযায়ী মেয়াদের শেষে তা প্রায় ২ লক্ষে পৌঁছয়। একইভাবে ৫ লক্ষ বিনিয়োগের ক্ষেত্রে প্রায় ১০ লক্ষ এবং ৭ লক্ষ বিনিয়োগে প্রায় ১৪ লক্ষ টাকার রিটার্ন পাওয়া সম্ভব। কোনও বাজারঝুঁকি না থাকায় সাধারণ সঞ্চয়কারীদের মধ্যে এই প্রকল্পের প্রতি আস্থা ক্রমশ বাড়ছে।
অর্থ বিশেষজ্ঞরা মনে করছেন, যাঁরা ঝুঁকিবিহীন সঞ্চয় চান বা সন্তানদের ভবিষ্যতের জন্য স্থির তহবিল গঠন করতে চান, তাঁদের জন্য KVP অত্যন্ত উপযোগী বিকল্প। বাজারের ওঠানামা বা অনিশ্চয়তার বাইরে স্থায়ী রিটার্ন পেতে KVP এখন অন্যতম সেরা নির্বাচন হয়ে দাঁড়িয়েছে।
সার্বিকভাবে, সুরক্ষিত বিনিয়োগের ক্ষেত্রে কিষাণ বিকাশ পত্র আবারও নিজের শক্ত উপস্থিতি জানিয়ে দিয়েছে। স্থির রিটার্ন, সরকারি সুরক্ষা এবং কম ঝুঁকির কারণে বর্তমানে এই স্কিমে বিনিয়োগের প্রবণতা দ্রুত বাড়ছে।
